India earthquake region: ভারতেও নাকি এই সব এলাকায় যে কোনও দিন ভূমিকম্প হতে পারে, আপনার এলাকা সুরক্ষিত কি

তুরস্ক ও সিরিয়াতে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৭৫০০। এখনও সেই সংখ্যা বাড়ছে বৈ কমছে না। প্রবল ভূমিকম্প পৃথিবী থেকে কেড়ে নিয়েছে হাজার হাজার মানুষকে। পরিবার থেকে স্বজন নিশ্চিহ্ন করেছে সবটাই। ভারত থেকে ইতিমধ্যে এই প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার জন্য ত্রাণও পাঠানো হয়েছে। শতাব্দীর ভয়ঙ্করতম ভূমিকম্প বলা হচ্ছে তুরস্ক ও সিরিয়ার ভূমিকম্পকেই। একবার নয় পরপর তিনবার উচ্চমাত্রার কম্পনে কেঁপে উঠেছে তুরস্ক। প্রথমবারে রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৭ ছিল। আমেরিকার জিওলজিক্যাল সার্ভে অনুযায়ী, এরপর দুবার যথাক্রমে ৭.৬ ও ৬ কম্পনে কেঁপে ওঠে তুরস্ক। এছাড়াও, বেশ কয়েকটি ছোট ও মাঝারি মাত্রার কম্পনও হয়েছে ।

এই অবস্থায় পৃথিবীর একাধিক ভূমিকম্পপ্রবণ এলাকা নিয়েও উঠছে প্রশ্ন। আজ বাদে কাল তেমন এলাকাও ভূমিকম্পের কবলে পড়লে কীভাবে সামাল দেবে প্রশাসন? ভারতও এই তালিকার বাইরে নয়। ভারতীয় উপমহাদেশের একাধিক এলাকা প্রবল ভূমিকম্পপ্রবণ।

ভারতে বেশ কয়েকটি অঞ্চল রয়েছে উচ্চমাত্রার ভূমিকম্পপ্রবণ এলাকার মধ্যে। যেগুলি বিজ্ঞানের ভাষায় বলা হচ্ছে হাই-সিসমিক জোন। এই অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকা জরুরি।

  • জোন ৫-এর মধ্যে রয়েছে উত্তরপূর্ব ভারত, জম্মু কাশ্মীরের কিছুটা এলাকা, হিমাচল প্রদেশ, উত্তরাঞ্চল, কচ্ছের রাণ, উত্তর বিহার, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ।
  • জোন ৪-এর মধ্যে রয়েছে জম্মু কাশ্মীরের বাকি এলাকা, হিমাচল প্রদেশ, দিল্লির কেন্দ্রশাসিত অঞ্চল, সিকিম, উত্তরপ্রদেশের উত্তর এলাকা, বিহার, পশ্চিমবঙ্গ, গুজরাটের কিছু এলাকা, মহারাষ্ট্রের পশ্চিম উপকূলীয় অংশ ও রাজস্থান।
  • জোন ৩-এর মধ্যে পড়ছে কেরালা, গোয়া, লাক্ষাদ্বীপ, উত্তরপ্রদেশের বাকি এলাকা, গুজরাট, পশ্চিমবঙ্গ, পাঞ্জাবের কিছু এলাকা, রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খন্ড, ছত্তিশগড়, মহারাষ্ট্র, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাডু, কর্ণাটক।
  • জোন ২-এর মধ্যে পড়ছে দেশের বাকি এলাকাগুলি

বেসরকারি আবহাওয়া পর্যবেক্ষণকারী সংস্থা স্কাইমেটের তরফে জানানো হয়েছে ভারতের পাঁচটি বড় শহর বেশ ভূমিকম্পপ্রবণ।

গুয়াহাটি এই তালিকায় প্রথমদিকে। এই শহরটি জোন ৫ এলাকায় পড়ে। ফলে অনেক বেশি ভূমিকম্পপ্রবণ। অতীতেও এই শহর বেশ কয়েকবার ধ্বংসাত্মক ভূমিকম্পের সম্মুখীন হয়েছে। শ্রীনগরও সিসমিক জোন ৫ এলাকায় পড়ে। জম্মু কাশ্মীরের এই রাজধানী শহরটিও বেশ ভূমিকম্পপ্রবণ। দিল্লি এই তালিকায় তৃতীয় স্থানেই রয়েছে।মুম্বাই স্কাইমেটের পর্যবেক্ষণ অনুযায়ী সিসমিক জোন ৩ এলাকায় পড়ছে। চেন্নাই ছিল জোন ২-এ। তবে সম্প্রতি একে জোন ৩ এলাকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup