বিচারপতি ভিক্টোরিয়া গৌরীর নিয়োগ নিয়ে জোরালো বার্তা কেন্দ্রের, সংসদে মুখ খুললেন গোয়েল, রিজিজু

রাজ্যসভায় আইনমন্ত্রী কিরেন রিজিজু সদ্য বলেছেন, গণতন্ত্রে মতভেদ থাকবে, তবে সেগুলি সমাধানের রাস্তা রয়েছে। তাঁর কাছে প্রশ্ন ছিল হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ নিয়ে। সদ্য মাদ্রাজ হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসাবে ভিক্টোরিয়া গৌরীর নিয়োগ নিয়ে নানান মহল থেকে সমালোচনার ঝড় ওঠে। সেই প্রসঙ্গেই সংসদে আলোচনা পর্বে বিরোধী পক্ষ থেকে একের পর এক প্রশ্ন ওঠে। 

তৃণমূলের সাংসদ জওহর সরকার প্রশ্ন করেন, হাইকোর্টে ভিক্টোরিয়া গৌরীর বিচারপতি হিসাবে নিয়োগ হওয়ার ঘটনা, কতটা যুক্তিযুক্ত, যখন তাঁর বিরুদ্ধে জাতি বিদ্বেষমূলক মন্তব্য, সংখ্যালঘুদের বিরুদ্ধে মন্তব্যের অভিযোগ রয়েছে? জওহর সরকারের প্রশ্ন শুনেই তার বিরোধিতা করেন সংসদে উপস্থিত কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। তিনি বলেন, ‘আমার মনে হয়, কথা বলার একটা ভঙ্গিমা থাকা দরকার। মাননীয় বিচারপতি একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়োজিত হয়েছেন। আমার মনে হয়না, আমরা যাঁরা এখানে সম্মানীয় সদস্যরা আছি, তাঁরা এই ভাবে কারোর ওপর কলঙ্ক ছিটিয়ে দিতে পারি।’ বিষয়টি নিয়ে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় বলেন, দেশের তিনটি ‘ব্যবস্থা’কেই একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে। তিনি বলেন, বিচারব্যবস্থা নিয়ে যখন আলোচনা হবে, তখন এই ব্যবস্থা সম্পর্কে সংবেদনশীলতার সঙ্গে আলোচনা প্রক্রিয়া চালানো উচিত। এক্ষেত্রে রাজ্যসভার চেয়ারপার্সন তথা উপরাষ্ট্রপতি ধনখড় দেশের শীর্ষ আদালতের রায়কে শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখতে বলেন। (আর্থিক সংকটে থাকা পাকিস্তানের সঙ্গে আইএমএফের আলোচনায় আরও এক ধাক্কা! কী ঘটছে?)

বিচারপতি ভিক্টোরিয়া গৌরীর নিয়েগে বিচারব্যবস্থা ও এক্সিকিউটিভের মধ্যে কোনও ফারাক রেখে প্রক্রিয়া এগোনে হয়েছে কি না, সেই প্রশ্ন তোলেন তৃণমূলের জওহর সরকার। এরপরই তাঁর প্রশ্নের জবাবে, কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু বলেন, জওহর সরকার যেহেতু প্রাক্তন সরকারি অফিসার ছিলেন, তাই নিয়ম আর প্রক্রিয়ার বিধি নিয়ে তাঁকে নতুন করে কিছু বলার নেই। জওহর সরকার পরে প্রশ্ন তোলেন যে, তাঁর প্রশ্নের সোজাসুজি জবাব পাননি তিনি। তখনই কিরেন রিজিজু জানান, দেশের বিভিন্ন হাইকোর্ট মিলিয়ে মোট ২১০ জন বিচারপতির পদ শূন্য। আর হাইকোর্টের ৩ জন বিচারপতির কলেজিয়াম সেই পদে নিয়োগ নিয়ে সুপারিশ করলেই তাঁরা পদক্ষেপ করবেন।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup