জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারত-অস্ট্রেলিয়া (IND vs AUS) মহাযুদ্ধের পর্দা উঠেছে নাগপুরে। বৃহস্পতিবার থেকে বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে (Vidarbha Cricket Association Stadium) শুরু হয়েছে বর্ডার-গাভাসকর ট্রফির (Border-Gavaskar Trophy, BGT) প্রথম টেস্ট। রোহিত এদিন ভারতের হয়ে বহু প্রতীক্ষিত টেস্ট অভিষেক করেছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। সাদা বলের ক্রিকেটে ধারাবাহিক ভাবে ফুল ফুটিয়ে আজ সূর্যর জীবনে কাঙ্খিত টেস্ট বসন্তের হাওয়া লেগেছে। তাঁর হাতে টেস্ট ক্যাপ তুলে দিয়েছেন রোহিতদের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri)।
সূর্যর সঙ্গেই লাল বলের ক্রিকেটে অভিষেক করলেন ২৯ বছরের অন্ধ্রের উইকেটকিপার-ব্যাটার কোনা শ্রীকর ভারত (Kona Srikar Bharat)। টেস্ট স্পেশ্যালিস্ট চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara) কেএস ভারতকে তুলে দেন টেস্ট ক্যাপ। এদিন মাঠে ছিলেন কেএস ভারতের মা কোনা দেবী (Kona Devi)। টেস্ট অভিষেকের পরেই ভারত তাঁর মায়ের বুকে মাথা রাখে। এই ছবি ভাইরাল হয়ে যায়। মহাযুদ্ধের আবহে নেটিজেনদের চোখ ভিজে যায়। ভারত ৮৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে করেছেন ৪৭০৭ রান। দেশের ৩০৫ তম টেস্ট ক্রিকেটার হলেন তিনি। তিনিই প্রথম উইকেটকিপার যিনি রঞ্জিতে ট্রিপল সেঞ্চুরি করার ইতিহাস করেছেন।
আরও পড়ুন: WATCH | BGT 2023: রবির হাত ধরে নাগপুরে সূর্যোদয়, জোড়া চমকেই ভারতের দল!
ভারতের প্রথম একাদশ: কেএল রাহুল, রোহিত শর্মা (অধিনায়ক), চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, কেএস ভারত (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, আর অশ্বিন, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি ও মহম্মদ সিরাজ।
অস্ট্রেলিয়ার প্রথম একাদশ: ডেভিড ওয়ার্নার, ম্যাট রেনেশ, উসমান খোয়াজা, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশানে , পিটার হ্যান্ডসকম্ব, অ্যালেক্স ক্যারে (উইকেটকিপার), প্যাট কামিন্স, স্কট বোল্যান্ড, টড মারফি ও ন্যাথাল লিয়ঁ
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)