Saugata Ray: ‘বিবি ভাগ গই…ইসকা তার কাট গ্যায়া…’, বক্তব্যে বাধা দিতেই সৌমিত্রকে কটাক্ষ সৌগতর

সংসদে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর ব্যক্তিগত প্রসঙ্গ তুলে আনার অভিযোগ উঠল তৃণমূল সাংসদ সৌগত রায়ের বিরুদ্ধে। লোকসভা বৃহস্পতিবার বাজেটের উপর বক্তব্য রাখছিলেন সৌগত রায়। তাঁর বক্তব্য চলাকালীন নানা প্রশ্ন করছিলেন সাংসদ সৌমিত্র খাঁ। তাঁর এই প্রশ্ন শুনে সৌগত রায় ‘বিরক্ত’ হয়ে মন্তব্য করেন, সৌমিত্রর বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে, তাই তাঁর মাথা খারাপ হয়ে গিয়েছে। তাঁর এই কথা শুনে সংসদে হাসির রোল ওঠে।

এদিন বাজেটের উপর দলীয় ভাবে বক্তব্য রাখছিলেন সৌগত রায়। তাঁর বক্তব্য চলাকালীন পিছনে বসে থাকা বিজেপি সাংসদ নানা প্রশ্ন তুলতে থাকেন। বক্তব্য থামিয়ে সৌগত রায় স্পিকার ওম বিড়লাকে উদ্দেশ করে বলেন, ‘স্যর, ইসকা তালাক হো গ্যায়া হ্যায়। ইসকি বিবি ভাগ গই। ইসলিয়ে ইসকা দিমাগ খরাব হো গ্যায়া হ্যায়। ইসকা তার কাট গ্যায়া হ্যায়।’ অর্থাৎ ওঁর (সৌমিত্র খাঁ) ডিভোর্স হয়ে গিয়েছে। ওঁর স্ত্রী পালিয়ে গিয়েছে। তাই ওঁর মাথা খারাপ হয়ে গিয়েছে। ওঁর তার কেটে গিয়েছে।)।

যদিও সেই সময় স্পিকার সাংসদকে কিছু না বললেও, পরে তাঁকে সতর্ক করেন। স্পিকার বলেন, তাঁর মতো প্রবীণ এবং অভিজ্ঞ সাংসদের মুখে এই ধরনের বক্তব্য মানায় না। তাঁর আরও সংযত হওয়া উচিত ছিল বলে স্পিকার মন্তব্য করেন। সূত্রের খবর, স্পিকারকে সাংসদ বলেন, তাঁর বক্তব্যের সময় নানা কিছু বলে বারবার বিরক্ত করছিলেন বিজেপি সাংসদ তাই তিনি এই মন্তব্য করেছেন। এ নিয়ে সৌমিত্র খাঁর কোনও প্রতিক্রিয়া না পাওয়া গেলেও বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার বলেন,’এ ধরনের মন্তব্য তঋমূলের রুচিহীনতার উদাহরণ। শালীনতা বজায় রাখার জন্য তৃণমূলের নেতামন্ত্রীর কার ক’জন স্ত্রী সে বিষয়ে প্রশ্ন করে না বিজেপি।’

উল্লেখ্য, তৃণমূল ছেড়ে বিজেপিতে যান সৌমিত্র খাঁ ও তাঁর স্ত্রী সুজাতা মণ্ডল। পরে ২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে সুজাতা মণ্ডল তৃণমূলে ফিরে আসেন। সৌমিত্র অবশ্য বিজেপিতে থেকে যান। স্ত্রী দল বদলানোর পর, সৌমিত্র সাংবাদিকদের সামনে তাঁর স্ত্রীকে বিচ্ছেদ দেওয়ার কথা বলেন। যদিও আইনি ভাবে তাঁদের বিচ্ছেদ হয়নি। এখন আদালতে সেই মামলা চলছে। স্বামী-স্ত্রী অবশ্য একসঙ্গে থাকেন না।