ডিউটি শেষে, সার্ভিস রিভালবার জমা দেওয়ার নিয়মে কড়াকড়ি স্পেশাল ব্রাঞ্চে, কেন?

অফিসের দেওয়া বন্দুক কি অপরাধমূলক কাজে লাগানো হচ্ছে? কলকাতা পুলিশের একাধিক কর্মীকে সম্প্রতি গ্রেফতারের পরে সেই প্রশ্নটাও মাথাচাড়া দিয়েছিল। এমনকী চারজন স্পেশাল ব্রাঞ্চের কর্মীকেও গ্রেফতার করা হয়। এক্ষেত্রে বলা হয়েছে কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের কর্মীরা কাজ শেষ হলে বাধ্যতামূলকভাবে তাঁদের সার্ভিস রিভালবারটি জমা রাখবেন।

তবে পুলিশ কর্তাদের মতে, এটা নতুন কোনও নির্দেশ বলা যাবে না। মাসখানেক ধরেই বিষয়টি পালন করা হচ্ছে। কিছু ক্ষেত্রে নিয়ম ঠিকঠাক মানা হয়নি বলে মনে করা হচ্ছে। সেকারণেই আগের নিয়মটাই যাতে কড়াভাবে পালন করা হয় সেটাই বলা হয়েছে।

মনে করা হচ্ছে স্পেশাল ব্রাঞ্চের পুলিশ কর্মীদের কাছে কিছু ক্ষেত্রে সম্ভবত সার্ভিস রিভালবারটি থেকে যেত। তবে এবার নয়া নির্দেশিকায় বলা হয়েছে, ওই স্পেশাল ব্রাঞ্চের কর্মীরা এবার আর দিনের শেষে বলা ভালো কাজের শেষে রিভালবার সঙ্গে রাখতে পারবেন না। তাদের বাধ্যতামূলকভাবে সেই রিভালবার জমা রাখতে হবে অফিসের কাছে। তারপরই তিনি ডিউটি থেকে বের হতে পারবেন। কার্যত এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে।

আসলে কিছুদিন আগেই পুলিশের চিরাচরিত নিয়মের অন্য়থা হয়েছিল বলে মনে করা হচ্ছে। তদন্তে ইঙ্গিত মিলেছে, পুলিশের সার্ভিস রিভালবার ব্যবহার করা হয়েছিল অপরাধমূলক কাজে। এমনকী ডিউটি শেষ হয়ে যাওয়ার পরেও সেই রিভালবার জমা দেওয়া হয়নি। 

 নিয়ম অনুসারে যে রিভালবার ও যে কার্তুজ কোনও পুলিশকর্মীকে দেওয়া হয় সেটা সময় মতো আবার অস্ত্রাগারে ফিরিয়ে দিতে হয়। ডিউটি শেষে এটাই নিয়ম। এমনকী কোনও কার্তুজ হারিয়ে গেলেও চাকরির ক্ষেত্রে বিপাকে পড়তে হয় পুলিশকে। এবার সেখানেই কড়া লাগাম পরাতে চাইছে কলকাতা পুলিশ। কোনওভাবেই যাতে অন্যথা না হয় সেটা দেখা হচ্ছে। স্পেশাল ব্রাঞ্চের কর্মীরা অনেক সময় সাদাপোশাকে থাকেন। সেই সুযোগটা কাজে লাগিয়ে তারা অফিসের বন্দুক ব্যবহার করে অপরাধও করতে পারেন। সেখানেই আগাম ব্যবস্থা নিচ্ছে কলকাতা পুলিশ।

মূলত সার্ভিস রিভালবার দিয়ে পুলিশকর্মীরা যাতে কোনওভাবেই অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত হতে না পারেন সেটা নিশ্চিত করাটাই কলকাতা পুলিশের কাছে বড় চ্য়ালেঞ্জ। সম্প্রতি একাধিক ঘটনায় দেখা গিয়েছে রক্ষকই ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। এনিয়ে কার্যত মুখ পুড়েছিল কলকাতা পুলিশের। সেই কারণেই এবার আগের নির্দেশটি যাতে অক্ষরে অক্ষরে পালন করা হয় তার নির্দেশ দেওয়া হয়েছে।