Akash Deep takes a five wicket, Bengal are ahead by 327 runs against Madhya Pradesh at the end of 3rd day

সব্যসাচী বাগচী 

চলতি রঞ্জি ট্রফির সেমি ফাইনালের (Ranji Trophy Semi Final 2023) তৃতীয় দিনের শুরু থেকেই বাইশ গজে দেখা যাচ্ছিল আগুনে জোরে বোলিং। সৌজন্যে আকাশ দীপ (Akash Deep)। এবারও বঙ্গ পেস বোলিংয়ের ব্যাটন সামলালেন এই ডানহাতি পেসার। মূলত তাঁর বোলিংয়ের উপর ভর করেই মাত্র ১৭০ রানে গুটিয়ে গিয়েছিল মধ্যপ্রদেশের (Madhya Pradesh) প্রথম ইনিংস। বাংলা প্রথম ইনিংসে ৪৩৮ রান করার সুবাদে ২৬৮ রানের মহামূল্যবান লিড পেয়েছিল। সেই লিড এবার বেড়ে দাঁড়াল ৩২৭ রানের। ফলে ফের একবার মেগা ফাইনাল খেলার দিকে অনেকটা এগিয়ে গেল মনোজ তিওয়ারির (Manoj Tiwary) দল। 

সকাল থেকে বঙ্গ বোলারদের দাপট দেখে মনে হচ্ছিল, ‘এটা একেবারে অন্য বাংলা। যারা ঘরে ঢুকে মারতে জানে।’ রজত পতিদার থেকে শুরু করে ভেঙ্কটেশ আইয়ার, কেউই আকাশ ও শাহবাজের সামনে দাঁড়াতেই পারলেন না। ড্রেসিংরুমে বসে নিজের দলের ব্যাটিংয়ের পত্ন দেখতে বাধ্য হন গতবারের রঞ্জি ট্রফি জয়ী কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। ক্ষোভে তাঁর চোখ-মুখ লাল হয়ে যাচ্ছিল।  

আরও পড়ুন: BGT 2023: রোহিতের শতরানের পর, ব্যাট হাতে জাদেজা-অক্ষরের লড়াই, ১৪৪ রানে এগিয়ে গেল টিম ইন্ডিয়া

আরও পড়ুন: Jasprit Bumrah, BGT 2023: বড় ধাক্কা, বিশ্বকাপের আগে মাঠেই নামতে পারবেন না বুমরা

কারণ ইন্দোরের পিচে জ্বলে উঠেছিলেন আকাশ দীপ। ৪২ রানে পাঁচ উইকেট নিলেন তিনি। দু’টি উইকেট শাহবাজ আহমেদের। মুকেশ কুমার এবং ঈশান পোড়েল একটি করে উইকেট পেয়েছেন। সারাংশ জৈনের অর্ধশতরান এবং শুভম শর্মার অপরাজিত ৪৪ বাদে বলার মতো আর কেউ রান করেননি।

প্রথম ইনিংসে ২৬৮ রানে এগিয়ে থাকা সত্ত্বেও বিপক্ষকে ফলো-অন করায়নি বাংলা। বোলারদের বিশ্রাম দেওয়া এবং চতুর্থ ইনিংসে ব্যাট না করার ঝুঁকি নেওয়ার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক মনোজ ও হেড কোচ লক্ষ্মী রতন শুক্লা। ব্যাট করতে নেমে অবশ্য এ বারও দুই ওপেনার বড় জুটি গড়তে পারলেন না। সারাংশের বলে বোল্ড হয়ে ১৯ রানেই সাজঘরে ফিরলেন করণ লাল। ১৭ রানে বোল্ড হলেন অভিমন্যু ঈশ্বরণ। তাঁকে তুলে নিলেন কুমার কার্তিকেয়। দিনের শেষে ২ উইকেট হারিয়ে ৫৯ তুলেছে বাংলা। ক্রিজে রয়েছেন প্রথম ইনিংসে জোড়া শতরানকারী সুদীপ ঘরামি (১২) এবং অনুষ্টুপ মজুমদার (৯)।  
 
মধ্যপ্রদেশ গতবারের চ্যাম্পিয়ন। এর সঙ্গে এবার খেলা হচ্ছে রজত পতিদারদের ঘরের মাঠে। স্বাভাবিকভাবেই মানসিক দিক থেকে সুবিধাজনক জায়গায় থাকার কথা চন্দ্রকান্ত পণ্ডিতের ছেলেদের। তবে ম্যাচের ফাঁকে বাংলা শিবির উজ্জীবিত হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ফোনে। ভারতের প্রাক্তন অধিনায়ক ফোন করে বাংলা দলের খবর নিয়েছেন। শোনা যাচ্ছে এতেই আরও উদ্বুদ্ধ হয়েছে বঙ্গব্রিগেড। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)