Bombs Recovered: সুজাউদ্দিনের বাড়িতে মিলল তিন ব্যাগ বোমা, মাড়গ্রামে এখনও আতঙ্কে মানুষ

মাড়গ্রামে দুই তৃণমূল কংগ্রেস কর্মী খুনে অভিযুক্ত সুজাউদ্দিন শেখের বাড়ি থেকে উদ্ধার হল প্রচুর পরিমানে তাজা বোমা। আজ, শুক্রবার মাড়গ্রাম থানার পুলিশ তার বাড়ির বাগান থেকে বোমাগুলি দেখতে পায়। এখানে তিনটি নাইলনের ব্যাগের মধ্যে বোমাগুলি রাখা ছিল। এরপর পুলিশ সেই জায়গাটি ঘিরে রাখে। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডে। গত ৬ ফেব্রুয়ারি মাড়গ্রামে বোমাবাজির অভিযোগ উঠেছিল। এই ঘটনায় দু’জনের মৃত্যু হয়। তাতে নাম জড়ায় সুজাউদ্দিন শেখের।

এদিন বীরভূমের মাড়গ্রামে বোমাবাজি এবং তৃণমূল কংগ্রেস নেতা খুনের ঘটনার অভিযুক্ত কংগ্রেস কর্মীর বাড়িতে মিলল বোমা। পুলিশ জায়গাটি ঘিরে রাখে আর বম্ব স্কোয়াড নিষ্ক্রিয় করে বোমাগুলিকে। এই খুনের ঘটনায় আগে গ্রেফতার করা হয় সুজাউদ্দিন শেখ–সহ তিনজনকে। তাদের দফায় দফায় জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে তার বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। বাড়ির লেবু গাছের তলায় তিনটি ব্যাগ উদ্ধার করে পুলিশ। তাতেই মিলেছে ১২ থেকে ১৫টি বোমা।

এদিকে পুলিশ সূত্রে খবর, মাড়গ্রাম থানার পুলিশ তার বাড়ির বাগান থেকে বোমাগুলি উদ্ধার করে। তিনটি নাইলনের ব্যাগের মধ্যে বোমাগুলি রাখা ছিল। কী করে গাছের নীচে এল এত বোমা? জানার চেষ্টা করছে পুলিশ। সুজাউদ্দিনের পরিবারের সদস্যদের দাবি, বাড়ির মধ্যে কী করে বোমা এসেছে সেটা তাঁদের জানা নেই। সুজাউদ্দিনের স্ত্রীর বক্তব্য, গ্রামে বোমাবাজির পর তাঁর বাড়িতে সর্বক্ষণের পুলিশি পাহারা রয়েছে।

অন্যদিকে সুজাউদ্দিনের স্ত্রী সোনালি বেগমের দাবি, তিনি ঘরে শুয়েছিলেন। তখন তাঁর দরজায় ধাক্কা দেয় পুলিশ। সোনালি বেগম বলেন, ‘‌দরজা খুলতেই ওরা লেবু গাছের ওদিকে গেল। ওখান থেকে একটা ব্যাগ বের করে আনে। অথচ আমি কালকেও ওই গাছে জল দিয়েছি। আমার ঘরে যে মেয়েটা কাজ করে, সে ওখানে নোংরা ফেলে। পুলিশ ওখানে গিয়ে ব্যাগটা দেখিয়ে আমার কাছে জানতে চাইছে, এটা কী? আমি বললাম, কী করে জানব। বাড়িতে আমি একা মেয়ে। কী করে কী পাচ্ছে, আমি জানি না। পুলিশ এখন ওই জায়গাটা ঘিরে রেখেছে। আমার একটাই প্রশ্ন, আমি তো পুলিশের হেফাজতেই আছি। তারপরও কী করে এরকম ঘটনা ঘটল?’‌

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup