Congress MP Suspended: সংসদে কক্ষের ভিতরের দৃশ্য রেকর্ডিং-এর ভিডিয়ো ঘিরে বিতর্ক, রাজ্যসভা থেকে সাসপেন্ড কংগ্রেস সাংসদ

সংসদের মধ্যে বাজেট অধিবেশন চলাকালীন অসংসদীয় আচরণের অভিযোগে, কংগ্রেসের রজনী পাতিলকে সাসপেন্ড করা হয় রাজ্যসভা থেকে। উল্লেখ্য, এক কংগ্রেস সাংসদ সংসদের ভিতর থেকে তোলা একটি ভিডিয়ো সদ্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। যে ভিডিয়োতে দেখা যায়, বিরোধীরা প্রধানমন্ত্রীর ভাষণ চলাকালীন স্লোগান তুলছেন। প্রধানমন্ত্রী সেই সময় রাষ্ট্রপতির ভাষণের নিরিখে মোশন অফ থ্যাঙ্কসের নিরিখে বক্তব্য রাখছিলেন। রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় বিষয়টি নিয়ে কড়া পদক্ষেপ করেন, আর বিষয়টিকে ‘অস্বাস্থ্যকর কার্যকলাপ’ বলে আখ্যা দেন।

উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় বলেন,’ জনমানসের মাঝে, টুইটারে একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে যা কক্ষের ভিতরের প্রক্রিয়া সম্পর্কিত… রজনী অশোক রাও পাতিল এই  অস্বাস্থ্যকর কার্যকলাপে যুক্ত ছিলেন। এই বিষয়টি আমাদের দৃষ্টি আকর্ষণ করছে।’

জানা গিয়েছে, রজনী পাতিলের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখবে প্রিভিলেজ কমিটি। যতক্ষণ না পর্যন্ত কমিটি রিপোর্ট দেবে, ততক্ষণ পাতিলকে সাসপেন্ড থাকতে হবে। উপরাষ্ট্রপতি ধনখড় বলেন, এই বিষয়টি অন্য কোনও বাইরের এজেন্সি তদন্ত করবে না। যাতে সংসদের পবিত্রতা বজায় থাকে, তার জন্য এই পদক্ষেপ।

উপরাষ্ট্রপতি ধনখড় বলেন,’এই পুরো বিষয়টি খতিয়ে দেখবে প্রিভিলেজ কমিটি। যতক্ষণ না প্রিভিলেজ কমিটির সুপারিশ আসছে, ততক্ষণ সাংসদ পাতিলকে সাসপেন্ডেড থাকতে হবে।’এর আগে, সংসদে উপস্থিত সমস্ত পার্টির সদস্যদের সংসদের ভিতরের ছবি রেকর্ডিং নিয়ে মন্তব্য করার জন্য অনুরোধ করেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়। ওই কংগ্রেস সাংসদকে সাসপেন্ড করা নিয়ে একটি মোশনের আহ্বান করা হয়। এর আগে, বিষয়টি নিয়ে সংসদে নজর কাড়েন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। তিনি জানান, ‘একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে গতকাল। দেখা গেছে সোশ্যাল মিডিয়ায় আমরা এক ভিডিয়ো ঘুরপাক খেয়েছে, অনুমোদন ব্য়তীত ভিডিয়োর রেকর্ডিংএ এই কক্ষের ভিতরে সিনিয়র সদস্যদের দেখা গিয়েছে।’ তিনি দাবি করেন, এটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup