GSI found Lithium sources: দেশে এই প্রথমবার লিথিয়াম খনির খোঁজ! জিএসআই-এর আতস কাঁচে জম্মু ও কাশ্মীর

দেশে এই প্রথম লিথিয়াম খনির খোঁজ পেল জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। দেশের বিদ্যুৎচালিত গাড়ির সংখ্যা বাড়াতে মৌলিক খনিজ পদার্থগুলির চাহিদা বাড়ছিল। নয়া খোঁজে সেই চাহিদার অনেকটা মিটতে পারে বলে মত বিশেষজ্ঞদের। বৃহস্পতিবার জিওলজিক্যাল সার্ভের তরফে জানানো হয়, জম্মু ও কাশ্মীরে এই প্রথম লিথিয়াম খনির সন্ধান মিলেছে। কেন্দ্রশাসিত জম্মু ও কাশ্মীরের উত্তরে রেয়াসি জেলায় এই খনির সন্ধান পাওয়া গিয়েছে। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বিবৃতিতে এদিন জানানো হয়, মোট ৫.৯ মিলিয়ন টন লিথিয়ামের উৎস ওই খনি।

বিদ্যুৎচালিত ব্যাটারি নির্মাণে লিথিয়াম বেশ গুরুত্বপূর্ণ। ভারতে পুরোনো গাড়ি বাতিল করতে বিশেষ সাহায্যের কথা ঘোষণা করা হয় ২০২৩ বাজেটে। একইসঙ্গে দূষণ কমাতে বিদ্যুৎচালিত ব্যাটারির ব্যবহার বাড়ানোর আবেদন ছিল অর্থমন্ত্রীর। লিথিয়ামের বিশাল খনি আবিষ্কারের ফলে সেই কাজই আরও দ্রুত হবে এবার।

বৃহস্পতিবার ৬২তম সেন্ট্রাল‌ জিওলজিক্যাল প্রোগ্ৰামিং বোর্ডের মিটিংয়ে কেন্দ্রের কয়লা ও খনি মন্ত্রকের সেক্রেটারি বিবেক ভরদ্বাজ বলেন, এই প্রথম জম্মু কাশ্মীরে ৫.৯ মিলিয়ন টন লিথিয়ামের সন্ধান পাওয়া গিয়েছে। রেয়াসি জেলার সালাল-হায়মানা অঞ্চলে এই খনিটি রয়েছে। ২০১৫ সাল থেকে রাজ্য সরকারকে মোট ২৮৭ ভূতাত্ত্বিক স্মারকলিপি ও ১৯৫ জি২ ও জি৩ রিপোর্ট দিয়েছে কেন্দ্র। এর মাধ্যমে মোট ৫০০ ব্লকের নিলামও হয়েছে। এই সাফল্যের জন্য জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে অভিনন্দন জানান বিবেক। এরপরে বিবেক বলেন, এভাবেই একই গতিতেও যেন কাজ চালিয়ে যায় জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া।

মূলত ব্যাটারি শিল্পে লিথিয়ামের ব্যবহার বেশি হলেও কেন্দ্র বিদ্যুৎ চালিত গাড়ি তৈরিতেই বেশি উৎসাহ দেয়। বড়সড় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে লিথিয়াম শক্তি সংরক্ষণেও কাজেও ব্যবহৃত হয়‌। ২০২১ এর ১২ মে কেন্দ্র উৎপাদন সংক্রান্ত ভর্তুকি (প্রোডাকশন লিঙ্কড ইনসেনটিভ) চালু করে। অত্যাধূনিক রায়ায়নিক ব্যাটারি উৎপাদনের জন্য এই মর্মে বিনিয়োগও করা হয়। পাঁচ বছরের মেয়াদে মোট ১৮,১০০ কোটি টাকার ভর্তুকি ঘোষণা করে কেন্দ্রীয় সরকার।

তাঁর বিবৃতিতে বিবেক জানান, আগামী ২০২৩-২৪ অর্থবছরে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ও দরকারি খনিজ পদার্থের খনির খোঁজার লক্ষ্য রয়েছে‌ কেন্দ্রের। এর মধ্যে রাসায়নিক সার তৈরির খনিজ পদার্থের খোঁজও চলবে। জিএসআই আগামীদিনে ৯৬৬ প্রকল্প শুরু করতে চলেছে। যার মধ্যে ৩১৮টিই খনিজ পদার্থের খোঁজ। এর মধ্যে ১২টি সামুদ্রিক খনিজ পদার্থ খোঁজার প্রকল্পও থাকছে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup