IND vs AUS, 1st Test Live Updates: India playing against Australia 1st Test Day 2 VCA Stadium

নাগপুর: বর্ডার-গাওস্কর ট্রফির (Border-Gavaskar) প্রথম টেস্টের প্রথম দিনেই দাপট দেখাল ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। বোলারদের দুরন্ত পারফরম্যান্সের সুবাদে অস্ট্রেলিয়াকে (Australia) ১৭৭ রানে অল আউট করে দিয়েছিল ভারত। এরপর ব্যাট হাতে সেই পিচেই একপ্রকার ওয়ান ডে ফর্ম্যাটের গতিতে রান তুললেন রোহিত শর্মা। অর্ধশতরানের ইনিংস খেলে দলকে একদম সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন ‘হিটম্যান’। প্রথম দিনের খেলা শেষে ভারত ১ উইকেট হারিয়ে বোর্ডে ৭৭ রান তুলেছে।

অস্ট্রেলিয়াকে যে নাগপুরের পিচ ঘোল খাইয়েছে, তা প্রথম দিনের খেলা শেষে সাংবাদিক সম্মেলনে কার্যত মেনেই নিলেন অজি তারকা ব্যাটার পিটার হ্যান্ডসকম্ব। তিনি বলেন, ‘মাঠে নেমে খেলাটা একেবারেই সহজ ছিল না। পিচ যখন ঘোল খাওয়াতে শুরু করে তখন মানসিকভাবেও তার প্রভাব তো পড়েই। তাই খেলাটাও বেশ কঠিনই হয়। কয়েকটি বল প্রত্যাশার থেকে বেশি ঘুরলেই সোজা বল খেলাটা আরও বেশি কঠিন হয়ে যায়। বল বেশি ঘোরার থেকে কিন্তু সোজা বলের বিরুদ্ধে খেলাটাই বেশি কঠিন। জাডেজাও খুব ভাল বল করছিলেন। আমাদের ব্যাটারদের রান করার সুযোগই দেননি। আমার ওঁর বিরুদ্ধে কীভাবে রান করব, সেটাই বুঝে উঠতে পারছিলাম না।’

৩১ বছর বয়সি হ্যান্ডসকম্ব চার বছর পর জাতীয় দলে ফিরেছেন। এতদিন পর জাতীয় দলে ফেরা এবং টেস্ট খেলার সুযোগ পাওয়ায় উচ্ছ্বসিত অজি তারকা। ‘আমি নিজের খেলা নিয়ে অনেক খাটা খাটনি করেছি। মানসিকভাবে, পরিকল্পনায় এবং ব্যাটিং টেকনিক নিয়েও খেটেছি। এত খাটনির পর যখন তার সুফল পাই, তখন সেই অনুভূতিটা সত্যিই দারুণ। দলে সুযোগ পাওয়ায় আমি নিজেকে খুবই সৌভাগ্যবান মনে করি।’