ISRO’s SSLV D2 Launch Video: বছরের প্রথম পরীক্ষায় নজির ইসরোর, ৩ উপগ্রহ নিয়ে মহাকাশ যাত্রা SSLV-D2 রকেটের

SSLV-D2 উৎক্ষেপণের মাধ্যমে মহাকাশে তিনটি উপগ্রহ – EOS-07, Janus-1 এবং AzaadiSAT-2 লঞ্চ করল ইসরো। মহাকাশে ৪৫০ কিলোমিটার বৃত্তাকার কক্ষপথে এই তিন স্যাটেলাইটকে স্থাপন করতে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে SSLV-D2 উৎক্ষেপণ করে ইসরো।

আজ সকাল ৯টা ১৮ মিনিট ‘স্মল স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল’ মহাকাশের উদ্দেশে উড়ে যায়। এটা ইসরোর এই বছরের প্রথম উৎক্ষেপণ ছিল। ৩৪ মিটার লম্বা রকেটটি উৎক্ষেপণের আগে সাড়ে ছ’ঘণ্টার কাউন্টডাউন হয়। আজকের রকেটে থাকা EOS-07 স্যাটেলাইটটি পর্যবেক্ষণকারী উপগ্রহ। এদিকে Janus-1 স্যাটেলাইটটি মার্কিন ভিত্তিক আন্তারিস সংস্থার তৈরি। তাছাড়া রকেটে থাকা তৃতীয় স্যাটেলাইটটি ছিল AzaadiSAT-2। এই উপগ্রহটি চেন্নাই ভিত্তিক স্পেস কিডস ইন্ডিয়ার তৈরি। এর মধ্যে EOS-07 স্যাটেলাইটটি ১৫৬.৩ কেজি ওজনের। Janus-1 স্যাটেলাইটটির ওজন ১০.২ কেজি। এদিকে AzaadiSAT-2 উপগ্রহটির ওজন ৮.৭ কেজি।

এর আগে ‘স্মল স্যাটেলাইট লঞ্চ ভেহিকেলে’র প্রথম সংস্করণের উৎক্ষেপণ হয়েছিল গতবছর ৭ অগস্ট। তবে সেই উৎক্ষেপণ আংশিক ভাবে সফল হয়েছিল। কক্ষপথ থেকে কিছুটা সরে গিয়েছিল রকেটটি। এই এসএসএলভি রকেটগুলি পৃথিবীর নিম্ন কক্ষপথে প্রায় ৫০০ কেজি পেলোড নিয়ে যেতে পারে। কম খরচে মহাকাশে উপগ্রহ পাঠাতে এই রকেট অনেক উপযোগী।