Updated: 10 Feb 2023, 07:30 AM IST
Sanket Dhar
Teddy Day 2023 know which colour teddy is best: সঙ্গীকে কোন রঙের টেডি দিচ্ছেন? যে কোনও রঙের টেডি বেছে নিলেই হল না। জেনে নিন কোন রঙের টেডি দিলে প্রেম বাড়বে।
1/6 টেডি ডে-তে মিষ্টি টেডিটি প্রিয় মানুষকে ভালোবাসা জানাতেই দেওয়া। তবে এর রঙের দিকে খেয়াল রাখছেন কী? একেক রঙের টেডির কিন্তু একেকরকম অর্থ। আপনি কোন টেডি বেছে নিচ্ছেন প্রিয়জনের জন্য? (Freepik)
2/6 গোলাপি রঙ: গোলাপি টেডি ভালোবাসার প্রস্তাব দেওয়া বোঝায়। পছন্দের মানুষকে টেডি দিলে যদি সে নিতে রাজি হয়, তবে আপনার প্রস্তাবে সে সম্মত। (Freepik)
3/6 কমলা রঙ: কমলা রঙের টেডি আনন্দ ও ইতিবাচক অনুভূতির (পজিটিভ ফিলিং) চিহ্ন। কেউ কমাল রঙের টেডি দিলে ভালোবাসার প্রস্তাব খুব শিগগিরই পাওয়ার সম্ভবনা আছে। (Freepik)
4/6 নীল রঙ: নীল রঙের মূলত ভালোবাসার ঘনত্বের প্রতীক। কে কাকে কতটা ভালোবাসা সেটাই বোঝায় নীল রঙ। (Freepik)
5/6 সবুজ রঙ: সবুজ রঙের টেডি সম্পর্কের গভীরতাকে বোঝায়। কে কতটা সম্পর্কে দায়বদ্ধ তা বোঝাতেই এই রঙের টেডি উপহার দেয় সঙ্গী। (Freepik)
6/6 লাল রঙ: লাল রঙ আসলে ভালোবাসার রঙ। তাই এই রঙের টেডি ভালোবাসার শক্তিকেই বোঝায়। রঙ যত গাঢ় ততই গভীর ভালোবাসা। (Freepik)
পুরো গ্যালারিটির জন্য এই বিজ্ঞাপনটি দেখতে হবে