Updated: 11 Feb 2023, 04:50 PM IST
Soumick Majumdar
বিমান পরিবহনের ক্ষেত্রে নিরাপত্তা বজায় রাখতে আন্তর্জাতিক স্তরে কিছু সাধারণ নিয়ম-মানদণ্ড মেনে চলা হয়। তার সঙ্গে সামঞ্জস্য রেখেই DGCA-র সিভিল এভিয়েশন রিকোয়ারমেন্টস(CAR) নীতিমালা তৈরি করা হয়েছে। এটি লঙ্ঘিত হওয়ায় এয়ার এশিয়া ইন্ডিয়ার প্রশিক্ষণ প্রধানকে তিন মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে।
1/5 AirAsia India-কে জরিমানা করল বিমান চলাচল নিয়ন্ত্রক DGCA । বিমান সংস্থার বিরুদ্ধে পাইলট দক্ষতা পরীক্ষা (PPC) এবং ইন্সট্রুমেন্ট রেটিং (IR) পরীক্ষায় নিয়ম লঙ্ঘনের অভিযোগ রয়েছে। আর সেই কারণেই ২০ লক্ষ টাকার জরিমানা করেছে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন। ফাইল ছবি: রয়টার্স (Reuters)
2/5 গত ২৩ থেকে ২৫ নভেম্বর DGCA একটি ঝটিকা নজরদারি চালায়। তারপরেই DGCA-এর আধিকারিকরা এয়ার এশিয়া ইন্ডিয়ার প্রধান প্রশিক্ষক, পরীক্ষকদের শে কজ নোটিশ জারি করে। নিয়ন্ত্রক নিয়ম পালন হচ্ছে কিনা, তাই নিয়ে তত্ত্বাবধানের অভাবের অভিযোগ তোলা হয়। প্রতীকী ছবি : রয়টার্স (Reuters)
3/5 DGCA কর্তাদের মতে, পরিদর্শনে দেখা গিয়েছে যে, এয়ার এশিয়া ইন্ডিয়ার পাইলটরা কয়েকটি আবশ্যিক দক্ষতা যাচাই করা হয়নি। ইনস্ট্রুমেন্ট রেটিং চেকের সময়ে যথাযথ পরীক্ষা করা হয়নি। ফাইল ছবি: এপি (Reuters)
4/5 আর সেই কারণেই ডিজিসিএ-র এই নিয়ম লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। বিমান পরিবহনের ক্ষেত্রে নিরাপত্তা বজায় রাখতে আন্তর্জাতিক স্তরে কিছু সাধারণ নিয়ম-মানদণ্ড মেনে চলা হয়। ফাইল ছবি: রয়টার্স (Reuters)
5/5 তার সঙ্গে সামঞ্জস্য রেখেই DGCA-র সিভিল এভিয়েশন রিকোয়ারমেন্টস(CAR) নীতিমালা তৈরি করা হয়েছে। এটি লঙ্ঘিত হওয়ায় এয়ার এশিয়া ইন্ডিয়ার প্রশিক্ষণ প্রধানকে তিন মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে। ফাইল ছবি: রয়টার্স (Reuters)
পুরো গ্যালারিটির জন্য এই বিজ্ঞাপনটি দেখতে হবে