Ind Vs Aus: Didn’t Expect Aussies To Collapse In One Session, Rohit Sharma Says After The Match

নাগপুর: নাগপুরে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ১৭৭ রান করেছিল। দ্বিতীয় ইনিংসে ১০০ রানের গণ্ডিই পেরল না অস্ট্রেলিয়া। মাত্র ৯১ রানেই গুটিয়ে গেল তাদের ইনিংস। যে পিচে সেঞ্চুরি করেছেন রোহিত শর্মা (Rohit Sharma), রান পেয়েছেন রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেলরা, সেখানে ব্যাটিং বিপর্যয় অস্ট্রেলিয়ারয।

ম্যাচের পর অস্ট্রেলিয়ার কাটা ঘায়ে যেন নুনের ছিটে দিলেন রোহিত। বললেন, ‘গত কয়েক বছর ধরে যে ধরনের পিচে আমরা খেলছি, তাতে রান করার জন্যে আগে থেকে কিছু পরিকল্পনা করে রাখতে হবে। আমি মুম্বইয়ে খেলে বড় হয়েছি। ওখানকার পিচে বল ভালই ঘোরে। তাই রান করতে গেলে ফুটওয়ার্ক ঠিক রাখতে হবে। রান করার জন্য সঠিক বলের অপেক্ষা করতে হবে। আলাদা কিছু করার চেষ্টা করে বিপক্ষের বোলারদের চাপে রাখতে হবে। এমন কিছু করা উচিত যেটা আপনি পারেন। সেটা স্যুইপ হতে পারে, রিভার্স স্যুইপ হতে পারে।’                                             

অস্ট্রেলিয়াকে ইনিংস ও ১৩২ রানে হারিয়ে টেস্ট সিরিজে ১-০ এগিয়ে গেল ভারত (Ind vs Aus)। আড়াই দিনে টেস্ট জিতে নিল টিম ইন্ডিয়া। প্যাট কামিন্সের দলের বিরুদ্ধে রীতিমতো দাপট দেখিয়ে।                          

তবে রোহিত শর্মা মনে করেন, ম্যাচের প্রথম দিন প্রথম কয়েক ওভারেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল। তিনি নিজে দুরন্ত সেঞ্চুরি করে ভারতের বড় ইনিংস নিশ্চিত করে দিয়েছিলেন। অস্ট্রেলিয়াকে হারিয়ে উঠে রোহিত বলেছেন, ‘সত্যি কথা বলতে কী, পেসারদের প্রথম দুই ওভার ম্যাচের রাশ আমাদের হাতে তুলে দিয়েছিল। শুরুতেই যদি প্রতিপক্ষকে ২/২ করে দেওয়া যায়, তাহলে সুবিধাজনক জায়গায় থাকা যায় তো বটেই। প্রতিপক্ষ চাপে পড়বেই কারণ আমাদের স্পিন বিভাগ ভীষণ শক্তিশালী। তবে এই ধরনের পিচে আমাদের পেসাররাও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। এই ধরনের পরিবেশ পরিস্থিতি কীভাবে কাজে লাগানো যায়, সেটা ওরা খুব ভাল জানে।’                                      

পাশাপাশি ব্যাটিংয়ের প্রশংসাও করেছেন রোহিত। বলেছেন, ‘আমাদের ব্যাটাররা খুব ভাল খেলেছে। ৪০০ রান বোর্ডে তুলে বড় রানের লিড নিশ্চিত করেছে। যে কারণে আমি ভীষণ খুশি। স্পিনারদের হাতে যথেষ্ট রানের পুঁজি তুলে দিয়েছিল ওরা।’

আরও পড়ুন: প্রত্যাবর্তনেই ম্যাচের সেরা, তবুও আইসিসির শাস্তির কবলে জাডেজা