আল হিলালকে হারিয়ে পঞ্চমবার ক্লাব ওয়ার্ল্ড কাপ জিতল রিয়াল মাদ্রিদ। Real Madrid lift Club World Cup trophy for record 5th time, beat Al Hilal 5-3 in mega final

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সৌদি আরবের (Saudi Arabia) দল আল হিলালকে (Al Hilal FC) হারিয়ে পঞ্চমবারের মতো ক্লাব বিশ্বকাপের (Club World Cup 2023) শিরোপা জিতল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ (Real Madrid)। মরক্কোর (Morocco) প্রিন্স মাওলায় আব্দেল্লাহ স্টেডিয়ামে (Prince Moulay Abdellah Stadium) ফাইনালে ৫-৩ গোলে জয় পেয়েছে লস ব্লাঙ্কোসরা। রিয়ালের হয়ে জোড়া গোল করেছেন ব্রাজিলীয় তারকা ভিনিসিয়ুস জুনিয়র (Vinicius Junior) ও উরুগুয়ের ফেদেরিকো ভালভার্দে (Federico Valverde)।

ম্যাচের ১৩ মিনিটে ভিনিসিয়ুসের গোলে এগিয়ে যায় রিয়াল। ১৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফেদে ভালভার্দে। ৯ মিনিট পর হিলালের হয়ে একটি গোল শোধ করেন মুসা মারেগা (Moussa Marega)। লিড ধরে রেখেই বিরতিতে যায় রিয়াল।

আরও পড়ুন: Anustup Majumdar | BEN vs MP: তাঁর বিতর্কিত আউট নিয়ে বঙ্গশিবিরে ক্ষোভ! ম্যাচের পর বড় কথা বললেন বাংলার ‘রুকু’

আরও পড়ুন: INDW vs PAKW, ICC Womens T20 World Cup 2023: চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে অভিযান শুরু হরমনপ্রীতদের, কখন, কোথায় দেখবেন ম্যাচ?

বিরতির পর প্রতিপক্ষের ওপর আরো বেশি চড়াও হন করিম বেনজেমা (Karim Benzema)-ভিনিসিয়ুসরা। ৫৪তম মিনিটে গোল পান ব্যালন ডি’ওর (Ballon d’Or) জয়ী করিম বেনজেমা। চার মিনিট পর নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন ভালভার্দে। ৭০ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পান ভিনিও। তবে ৬৩ ও ৭৯ মিনিটে হিলালের হয়ে গোল করে ব্যবধান কমান লুসিয়ানো ভিয়েত্তো (Luciano Vietto)।

ম্যাচের বাকি সময়ে আর গোল না হওয়ায় শিরোপা জিতে মাঠ ছাড়ে কার্লো অ্যানসেলোত্তি (Carlo Ancelotti) শিষ্যরা। ক্লাব বিশ্বকাপে সর্বোচ্চ শিরোপার রেকর্ড আগে থেকেই রিয়ালের দখলে ছিল। পঞ্চমবার জিতে নিজেদের আরও উচ্চতায় নিয়ে গেল এই স্প্যানিশ ক্লাব। তিনবার চ্যাম্পিয়ন হয়ে তালিকার দুই নম্বরে আছে বার্সেলোনা। ক্লাব বিশ্বকাপ চালুর আগে ইউরোপ এবং ল্যাটিন আমেরিকার সেরা ক্লাবের মধ্যে ইন্টার কন্টিনেন্টাল কাপ হত। সেটাও তিনবার জিতেছে রিয়াল। এমনকি ক্লাব বিশ্বকাপে খেতাব জয়ের পাশাপাশি সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন্স লিগ এবং স্প্যানিশ লিগ জয়ের রেকর্ডও রয়েছে রিয়ালের দখলেই।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)