সবার কথা শুনেই বিচার করব, ‘দয়ার সাগর’ মন্তব্যে বললেন বিচারপতি বিশ্বজিৎ বসু

গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় শুক্রবারই ১৯১১ জনের চাকরি খারিজ করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সঙ্গে কলকাতা হাইকোর্টের আরেক বিচারপতি বিশ্বজিৎ বসুকে নিয়ে তিনি মন্তব্য করেন, বিচারপতি বসুর মতো আমি দয়ার সাগর নেই। রবিবার কলকাতা বইমেলায় হাজির হয়ে তার জবাব দিলেন বিচারপতি বসু। বিচারপতি গঙ্গোপাধ্যায় কোনও তীর্যক অর্থে একথা বলেননি বলে দৃঢ় আস্থা তাঁর।

গত বুধবার গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একটি মামলায় SSC আদালতকে জানায় গ্রুপ ডিতে ১৬৯৮ জনের ওএমআর শিটে কারচুপি করা হয়েছে। তার মধ্যে ১৬৯৪ জন নিয়োগপত্র পেয়েছেন। এর পরেই বিচারপতি বসু বলেন, যারা বেআইনিভাবে নিয়োগপত্র পেয়েছেন তাঁদের প্রত্যেককে এই মামলায় যুক্ত করে নোটিশ পাঠাতে হবে। আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন।

এর পর ৪৮ ঘণ্টা কাটতে না কাটতে বেআইনিভাবে নিযুক্ত ১৯১১ জনের চাকরি বাতিল করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সঙ্গে মন্তব্য করেন, বিচারপতি বসুর মতো আমি দয়ার সাগর নই।

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এই মন্তব্য নিয়ে রবিবার বিচারপতি বসু বলেন, ‘আমি দয়ার সাগর নই। আমি সব পক্ষের বক্তব্য শুনে কাজ করতে চাইছি। অকারণে কোনও সিদ্ধান্ত নিলে পরবর্তী সময়ে সমস্যার মুখোমুখি হতে হবে। তাই সবাইকে শুনে সব পক্ষের যুক্তি বিচার করেই সিদ্ধান্ত নেব।’ সঙ্গে তিনি বলেন, বিচারপতি গঙ্গোপাধ্যায় যা বলেছেন তা হয়তো তিনি বোঝাতে চাননি।

আইনজ্ঞদের একাংশের মতে, নিয়োগ দুর্নীতির শিকার হয়ে দীর্ঘদিন চাকরির অপেক্ষায় বসে রয়েছেন যোগ্য চাকরিপ্রার্থীরা। তাদের দ্রুত নিয়োগ দিতে বিচারপ্রক্রিয়া দ্রুত শেষ করতে চান বিচারপতি গঙ্গোপাধ্যায়। যার ফলে যাদের OMR শিটে কারচুপি হয়েছে বলে SSC মেনে নিয়ে তাদের বক্তব্য শোনার পক্ষপাতী নন তিনি। কিন্তু এব্য়াপারে ভিন্নমত বিচারপতি বসু। তাঁর মতে সবার বক্তব্য শোনা না হলে পরে আরও বড় আইনি ফাঁসে আটকে যেতে পারে যোগ্যদের নিয়োগ।