চলছিল লোকসংস্কৃতি মেলা। স্থানীয় শিল্প, সংস্কৃতি, আঞ্চলিক ভাষা এবং সেই ভাষার গানকে প্রাধান্য দেওয়াই এই ধরনের অনুষ্ঠানের প্রধান লক্ষ্য থাকে। এহেন পরিস্থিতিতে সেই মঞ্চে ঘটে গেল এক বিতর্কিত ঘটনা। বাংলার এক লোকসংস্কৃতি মেলায় কেন শিল্পী হিন্দি গান গেয়েছেন, তা নিয়ে ব্যাপক জটিলতার সৃষ্টি হল। শেষ পর্যন্ত ক্ষমাও চাইলেন শিল্পী। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাণীপুর এলাকায়।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, মঞ্চে গান গাইছেন এক শিল্পী। ‘হামারি অধুরি কাহানি’ বলে তিনি চিৎকার করে গেয়ে উঠতেই, তাঁকে থামিয়ে দেন সঞ্চালক। বেশ বিরক্ত ভঙ্গীতেই এর পরে সঞ্চালককে বলতে শোনা যায়, ‘আমি আবারও বলছি, এটা আমাদের বাণীপুর মেলা। এটা লোকসংস্কৃতি মেলা। এখানে বার বার করে বলে দেওয়া হয়েছিল, হিন্দি গান হবে না।’
এর পরেই শিল্পীকেও বলতে দেখা যায়, ‘আচ্ছা, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি…’। তবে সঞ্চালকের ভর্ৎসনার মুখে যে শুধু শিল্পী পড়েছেন, তাই নয়, পড়েছেন উপস্থিত দর্শকও। তাঁদের লক্ষ্য করেও সঞ্চালক বলেন, ‘যাঁরা আপনারা মাঠের মধ্যে আছেন, বাণীপুর মেলার ঐতিহ্যটাকে বজায় রাখুন, প্লিজ। হাতজোর করে বলছি…’।
এই ভিডিয়ো খুব দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। এই নিয়ে রাজনৈতিক এবং সাস্কৃতিক জগতের নানা মুনি নানা মত ব্যক্ত করেছেন। স্বাভাবিকভাবেই দুই পক্ষের নানা রকম যুক্তি রয়েছে। কেউ কেউ বলেছেন, এটি একেবারেই সঠিক সিদ্ধান্ত। এই ধরনের লোকসংস্কৃতি মেলায় আঞ্চলিক সংস্কৃতি এবং তার ভাষাকেই প্রাধান্য দেওয়া উচিত। আবার পাশাপাশি আর এক শ্রেণির বক্তব্য, এই ভাবে জোর করে কোনও ভাষাকে বাঁচিয়ে রাখা যায় না। সব মিলিয়ে ভাষা-স্কৃতি বিতর্কে নতুন ইন্ধন জুগিয়েছে এই ভিডিয়ো।