Turkey Earthquake: ভিনদেশে ভূমিকম্পের বলি ভারতীয় নাগরিক, কে এই বিজয় কুমার?

অনিরুদ্ধ ধর

প্রবল ভূমিকম্পে কেঁপে উঠেছিল তুর্কি ও সিরিয়া। এদিকে গত ৬ ফেব্রুয়ারি সেই ভয়াবহ দিনের পর থেকেই খুঁজে পাওয়া যাচ্ছিল না বিজয় কুমার নামে এক ভারতীয়র দেহ। ৩৬ বছর বয়সী ওই যুবকের বাড়ি উত্তরাখণ্ডে। অবশেষে তাঁর দেহের খোঁজ মিলেছে। মালাতিয়া নামে একটি জায়গায় হোটেলে ছিলেন তিনি। সেখানেই ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে গিয়েছিলেন তিনি। তিনি ওখানে বিজনেস ট্রিপে গিয়েছিলেন।

ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি শ্রী বিজয় কুমারের দেহ মিলেছে। গত ৬ ফেব্রুয়ারি থেকে তাঁর খোঁজ মিলছিল না। একটি হোটেলের ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে গিয়েছিলেন তিনি।

এর সঙ্গেই উল্লেখ করা হয়েছে, তাঁর পরিবার, প্রিয়জনের প্রতি আমাদের সমবেদনা রয়েছে। তাঁর দেহ পরিবারের হাতে পৌঁছে দেওয়ার ব্যাপারে আমরা চেষ্টা চালাচ্ছি।

কে এই বিজয় কুমার?

তিনি একজন টেকনিশিয়ান। তিনি একটি গ্যাস প্লান্টের কোম্পানিতে কাজ করতেন। বেঙ্গালুরুর অক্সিপ্লান্ট ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড নামে একটি কোম্পানিতে তিনি কাজ করতেন। তিনি অবসর হোটেলে থাকছিলেন।

তিনি আসলে উত্তরাখণ্ডের বাসিন্দা।

তাঁর ভাই অরুণ কুমার উত্তরাখণ্ডের পৌরি গারওয়াল এলাকার বাসিন্দা। তিনি জানিয়েছে একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, প্রতি রাতেই ভাইয়ের সঙ্গে ফোনে কথা হত। কিন্তু রবিবার রাতে তাকে আর ফোনে পাইনি। পরের দিন জানতে পারা যায় ভয়াবহ ভূমিকম্প হয়েছে সিরিয়া আর তুর্কিতে।

সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুসারে বিজয় কুমার আর তার স্ত্রী পিঙ্কি গৌরের একটি ছয় বছরের সন্তান রয়েছে। বাবা রমেশ গৌরের ২০২২ সালের ডিসেম্বর মাসে হার্ট অ্য়াটাকে মৃত্যু হয়েছিল।

কুমারকে তুর্কিতে মোতায়েন করা হয়েছিল। সেখানে গ্যাসের প্লান্ট করার পরিকল্পনা নেওয়া হয়েছিল। সেই কাজের জন্যই তিনি গিয়েছিলেন। ১৭ জানুয়ারি তিনি ভিসা পান। তারপর তিনি রওনা দেন।

এর আগে তিনি দিল্লির একটি কোম্পানিতে কাজ করতেন। পরে তিনি বেঙ্গালুরুর অক্সিপ্লান্ট কোম্পানিতে কাজ করা শুরু করেন। বছর খানেক আগে তিনি এই কোম্পানিতে কাজ করা শুরু করেন।

মৃত্যু মিছিল ২৪,৪০০ ছুঁয়েছে।

একের পর এক দেহ বের করা হচছে ধ্বংসস্তূপ থেকে। বহু মানুষ আহত। গোটা এলাকায় শুধুই ধ্বংসলীলা। তবে ৯৪ ঘণ্টা পরেও জীবিত উদ্ধার করা হয়েছে এমন নজিরও রয়েছে। চলছে উদ্ধার কাজ।