Sports Highlights: নিলামে সবচেয়ে দামি স্মৃতি, ইনদওরে তৃতীয় টেস্ট, আজকের খেলার সেরা খবরের এক ঝলক

<p><strong>কলকাতা:</strong> আজকের সেরা খেলার খবরের এক ঝলক -</p>
<p>&nbsp;<a title="মহিলাদের আইপিএল" href="https://bengali.abplive.com/topic/wpl" data-type="interlinkingkeywords">মহিলাদের আইপিএল</a>ে সবচেয়ে দামি ক্রিকেটার হলেন স্মৃতি মন্ধানা (Smriti Mandhana)। নিলামে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) দলে নিল তাঁকে। স্মৃতির দর উঠল ৩ কোটি ৪০ লক্ষ টাকা। এখনও পর্যন্ত তিনিই সবচেয়ে দামি ক্রিকেটার মহিলাদের&nbsp;<a title="আইপিএল" href="https://bengali.abplive.com/topic/ipl-2022" data-type="interlinkingkeywords">আইপিএল</a>ে। ভারতীয় মহিলা ক্রিকেটারদের মধ্যে হরমনপ্রীত কৌরকে (Harmanpreet Kaur) দলে নিয়েছে মুম্বই। ১ কোটি ৮০ লক্ষ টাকায় মুম্বই ইন্ডিয়ান্স দলে নিল ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ককে।&nbsp;</p>
<p>ভারতীয় মহিলা ক্রিকেটারদের মধ্যে জেমিমা রজরিগেজকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। ২ কোটি ২০ লক্ষ টাকায় দিল্লি ফ্র্যাঞ্চাইজি দলে নিল তাঁকে। শেফালি ভার্মাকে দিল্লি ক্যাপিটালস দলে নিয়েছে। বিদেশি প্লেয়ারদের মধ্যে অ্য়াশলে গার্ডনারকে ৩ কোটি ২০ লক্ষ টাকায় দলে নিয়েছে গুজরাত জায়ান্টস। ১ কোটি ৭০ লক্ষ টাকায় এলিসা পেরিকে দলে নিয়েছে আরসিবি। সোফি একেলস্টোনকে ১ কোটি ৮০ লক্ষ টাকায় ইউ ওয়ারয়র্স দলে নিয়েছে। সোফি ডিভাইনকে ৫০ লক্ষ টাকায় দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।</p>
<p><strong>ইনদওরে তৃতীয় টেস্ট</strong></p>
<p>আগেই পূর্বাভাস মিলেছিল। এবার বোর্ডের পক্ষ থেকেও অফিসিয়ালি জানিয়ে দেওয়া হল। বর্ডার-গাওস্কর ট্রফির (Border-Gavaskar Trophy) তৃতীয় টেস্ট ধর্মশালার বদলে আয়োজিত হবে ইনদওরে। পর্যাপ্ত পরিকাঠামো ও আসন সংখ্যার অভাবে ধরমশালা থেকে সরিয়ে নেওয়া হল ম্যাচটি। আগামী ১ মার্চ থেকে শুরু হওয়ার কথা তৃতীয় টেস্ট। প্রথমে সূচি অনুযায়ী ধর্মশালায় হওয়ার কথা ছিল ম্যাচটি। কিন্তু এই স্টেডিয়ামের পুণনির্মানের পর তা এখনও আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের উপযোগী না বলে মনে করা হয়েছিল। ইন্দোর ছাড়াও ব্যাক আপ ভেনু হিসেবে রয়েছিল পুণে, রাজকোট, বিশাখাপত্তনম। উল্লখ্য, গত ফেব্রুয়ারিতে ধরমশালায় শেষবার&nbsp;<a title="শ্রীলঙ্কা" href="https://bengali.abplive.com/topic/sri-lanka-economic-crisis" data-type="interlinkingkeywords">শ্রীলঙ্কা</a>র বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল ভারত। সেটিই ছিল শেষবার এই মাঠে কোনও ক্রিকেটের আসর।</p>
<p><strong>২২ গজকে বিদায় মর্গ্যানের</strong></p>
<p>ক্রিকেটের সব ধরণের ফর্ম্যাট থেকে অবসর নিলেন অইন মর্গ্যান(Eoin Morgan)। তিনিই ইংল্যান্ডের একমাত্র অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জিতেছিল। ২০১৯ সালে মর্গ্যানের নেতৃত্বেই প্রথমবার পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে বিশ্বকাপ জিতেছিল মর্গ্যান। গত বছর জুলাই মাসে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন মর্গ্য়ান। এবার ঘরোয়া ক্রিকেট ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও আর দেখা যাবে না মর্গ্য়ানকে।&nbsp;</p>
<p><strong>বাংলার তিতাস আইপিএলে</strong></p>
<p>বাংলার আরেক কন্যা। অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ম্যাচের সেরা তিতাস সাধু। হুগলির চুঁচুড়ার মেয়ে তিতাস। তিনিও দল পেয়েছেন। তাঁকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। ২৫ লক্ষ টাকা দর উঠেছে এই কিশোরীর জন্য। বিশ্বকাপ জিতে ফেরার পরই জানিয়েছিলেন যে দেশের জার্সিতে খেলতে মরিয়া তিনি। এছাড়াও আইপিএলে সুযোগ পেলে নিজের একশো শতাংশ দেবেন। এবার সেই সুযোগ তিতাসের সামনে। বাংলার আরেক মেয়ে হৃষিতা অবশ্য নিলামে কোনও দল পাননি।&nbsp;</p>