Rohit Sharma Admits To Have Learned Certain Traits From Captain Virat Kohli

নয়াদিল্লি: বিরাট কোহলির (Virat Kohli) নেতৃত্বে ভারতীয় দল কোনও আইসিসি ট্রফি জিততে না পারলেও, বেশ কিছু বড় সিরিজ জিততে সক্ষম হয় টিম ইন্ডিয়া। বিরাটের নেতৃত্বেই প্রথমবার অজিভূমে টেস্ট সিরিজ নিজেদের নামে করে ভারত। তাও এক নয়, দুই দুইবার। বিরাটের নেতৃত্বেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও পৌঁছয় দল। এখন বিরাট জমানা শেষ হলেও, প্রাক্তন অধিনায়কের বেশি গুণ রপ্ত করেছেন বর্তমান অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। 

গুণ রপ্ত

রোহিত এই বিষয়ে বলেন, ‘আমি বিরাটের অধিনায়কত্বে বেশ কিছু ম্যাচ খেলেছি। প্রতিপক্ষের উইকেট পড়ুক বা না পড়ুক, ও সবসময় প্রতিপক্ষকে চাপে রাখতে বদ্ধপরিকর ছিল। চাপের প্রভাবেই তো ভুলত্রুটি হয় এবং তার ফলেই সাফল্যও আসে। বিরাট অধিনায়ক থাকাকালীন এই গুণটা আমি ওর থেকে রপ্ত করেছি। আমি নিজেও এখন এই পদ্ধতিটা মেনে চলার চেষ্টা করি। প্রতিটি বলেই উইকেট নেওয়ার আশা বৃথা। সঠিক জায়গায় বল করে প্রতিপক্ষকে চাপে ফেলতে হবে এবং পিচকেও সাহায্য করার সুযোগটা দিতে হবে।’ 

রোহিত-বিরাটের মনোমালিন্য নিয়ে কম চর্চা হয়নি। তবে রোহিতের এই মন্তব্যের মাধ্যমে আবারও দুই ভারতীয় তারকার মধ্যে পরস্পরের প্রতি সম্মানের ছবিটা ফুটে উঠল। প্রসঙ্গত, নাগপুরে বর্ডার-গাওস্কর ট্রফির প্রথম ম্যাচে ইনিংস ও ১৩২ রানে জয় পেয়ে চার ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে ভারতীয় দল। নয়াদিল্লিতে ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট। বিরাটের নেতৃত্বে ভারতীয় দল অজিদের বিরুদ্ধে একাধিক টেস্ট সিরিজ জিতেছিল। রোহিতের অধিনায়কত্বেও ভারত অজিদের হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিজেদের জায়গা পাকা করতে পারে কি না, সেটাই দেখার বিষয়।

ইনদওরে তৃতীয় টেস্ট

আগেই পূর্বাভাস মিলেছিল। এবার বোর্ডের পক্ষ থেকেও সরকারিভাবে জানিয়ে দেওয়া হল। বর্ডার-গাওস্কর ট্রফির (Border-Gavaskar Trophy) তৃতীয় টেস্ট ধর্মশালার বদলে আয়োজিত হবে ইনদওরে। পর্যাপ্ত পরিকাঠামো ও আসন সংখ্যার অভাবে ধরমশালা থেকে সরিয়ে নেওয়া হল ম্যাচটি। আগামী ১ মার্চ থেকে শুরু হওয়ার কথা তৃতীয় টেস্ট। প্রথমে সূচি অনুযায়ী ধর্মশালায় হওয়ার কথা ছিল ম্যাচটি। কিন্তু এই স্টেডিয়ামের পুণনির্মানের পর তা এখনও আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের উপযোগী না বলে মনে করা হয়েছিল। ইন্দোর ছাড়াও ব্যাক আপ ভেনু হিসেবে রয়েছিল পুণে, রাজকোট, বিশাখাপত্তনম। উল্লখ্য, গত ফেব্রুয়ারিতে ধর্মশালায় শেষবার শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল ভারত। সেটিই ছিল শেষবার এই মাঠে কোনও ক্রিকেটের আসর।

আরও পড়ুন: বিশ্বকাপে পাক ম্যাচের আলাদা চাপ ছিল না, আইপিএলে মেয়ে দল পাবে, আশাবাদী ছিলেন রিচার বাবা