KMC: পুরভবনে ডিউটিতে থাকার সময় প্রয়োজন ছাড়া মোবাইল ব্যবহার করতে পারবে না পুলিশ

কলকাতা পুরভবনে ডিউটিতে থাকার সময় পুলিশকর্মী এবং নিরাপত্তারক্ষীরা প্রায়ই মোবাইলে ভিডিয়ো দেখতে ব্যস্ত থাকেন অথবা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন বা ইন্টারনেট সার্ফিং করেই সময় কাটিয়ে দেন। এর ফলে পুরভবনের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। এবার এ নিয়ে কড়া পদক্ষেপ করল কলকাতা পুরসভা। এই পরিস্থিতিতে পুরভবনে ডিউটিতে থাকার সময় মোবাইলকে কোনওভাবে বিনোদনের অংশ হিসেবে ব্যবহার করা যাবে না বলে কলকাতা পুরসভার তরফে জানানো হয়েছে। পুরভবনে কর্তব্যরত পুলিশকর্মী এবং নিরাপত্তা রক্ষীরা শুধুমাত্র জরুরী ফোন করা বা রিসিভ করার জন্য এবার থেকে স্মার্টফোন ব্যবহার করতে পারবেন। পুরসভার তরফে এমনই বিজ্ঞপ্তি জারি করেছেন কলকাতার পুরকমিশনার।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পুরসভার সদর দফতরে কর্তব্যরত অবস্থায় থাকার সময় পুলিশ কর্মী এবং নিরাপত্তা রক্ষীরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবেন না। এমনকী তাঁরা ইন্টারনেটও ব্যবহার করতে পারবেন না ওই সময়। নিরাপত্তারক্ষী এবং পুলিশকর্মীদের পাশাপাশি অন্যান্য আধিকারিকদেরকেও এই নির্দেশ পালন করতে হবে। ডিউটির সময় ইন্টারনেট সার্ফিং বা ভিডিয়ো একবারেই দেখা যাবে না। তারপরেও নির্দেশ অমান্য করা হলে তাঁদের বিরুদ্ধে বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে সোমবার সন্ধ্যায় জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। পুরসভার এক আধিকারিক জানিয়েছেন, পুলিশের একাংশের আচরণ নিয়ে উদ্বেগ বাড়ছে। অনেকেই ডিউটির সময় মোবাইলে বেশি সময় কাটাচ্ছেন। এর ফলে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। পুর কর্তৃপক্ষের তরফে জারি করা এই বিজ্ঞপ্তিকে তিনি স্বাগত জানিয়েছেন।

পুরসভার আরেক আধিকারিকের মতে, পুর কর্তৃপক্ষ লক্ষ্য করেছেন, পুলিশের একটি অংশ তাঁদের দায়িত্ব উপেক্ষা করে বেশিরভাগ সময় কাটাচ্ছেন সেলফোনে। শুধুমাত্র পুরসভার প্রথম তলায় মোতায়েন থাকা পুলিশকর্মী ও নিরাপত্তারক্ষীরাই নন, প্রথম তলায় মেয়র, ডেপুটি মেয়র, পুর কমিশনার, পুরসভার সচিব এবং মেয়র-ইন-কাউন্সিল সদস্যদের অফিসের বাইরে মোতায়েন থাকা নিরাপত্তা রক্ষীরাও একইভাবে মোবাইলে বেশি সময় কাটাচ্ছেন। গত জুলাইয়ে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল একই ধরনের নির্দেশ জারি করেছিলেন। ডিউটিতে থাকা সমস্ত অফিসারদের– বিশেষ করে যারা রাস্তায়, পিকেট বা সেন্ট্রি ডিউটিতে থাকেন তাঁদের শুধুমাত্র প্রয়োজনে ফোন ব্যবহার করতে বলেছিলেন তিনি। আর সেই নির্দেশ অমান্য করলে লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup