Valentine’s Day Beauty Tips: ভ্যালেন্টাইনস ডে-তে সবচেয়ে আকর্ষণীয় হয়ে উঠতে চান? রইল টিপস

‘সজনা হে হামে সজনা কে লিয়ে’ এই সেই বিখ্যাত গান। গানটার মানেই হল নিজের প্রিয় মানুষের জন্য নিজেকে সাজিয়ে তোলা। আর সেটা যদি হয় প্রেমের দিন বা ভ্যালেন্টাইনস ডে– তাহলে তো কোনও কথাই নেই।

ভ্যালেন্টাইনস ডে হল প্রেমিক প্রেমিকার জন্য সবচেয়ে বিশেষ দিন। এই দিন একে অপরকে খুশি করার জন্য নানা পরিকল্পনা করে অনেকে। সে পার্টি হোক বা ডিনার ডেট, এই সবের জন্য নিজেকে সাজিয়ে তুলতে আপনি গোটা দিন থাকবেন ব্যস্ত। কিন্তু আপনার যদি হয়ে যায় কোনো ভুল তাহলেই মুশকিল।

এই দিন যে বিশেষ দিকগুলির ওপর নজর দিতে হবে তা হল আপনার ত্বক, চুল, নখ, আর পোশাক। কিন্তু এই প্রস্তুতির ক্ষেত্রে যদি কোনও ভুল হয় তাহলে আপনার চুল, ত্বকের ক্ষতি করতে পারে।

চুল, ত্বকের যত্ন নেওয়ার সময় কোথায় কোথায় সতর্কতা মেনে চলবেন

১) নতুন স্কিন প্রোডাক্ট ব্যবহার করুন

আপনার ত্বকের মানানসই ময়শ্চারাইজার ব্যবহার করুন। স্কিন যদি হয় শুষ্ক তাহলে হাইড্রেটিং ময়শ্চারাইজার ব্যবহার করুন। এতে সুগন্ধি ছড়াবে। কেমিক্যাল দেওয়া জিনিস এড়িয়ে চলুন।

২) ওভার-ক্লিনজিং বা ঘন ঘন পরিষ্কার

সুন্দর ত্বক পাওয়ার আশায় খুব ঘন ঘন পরিষ্কার করা বা এক্সফোলিয়েট করা কখনওই ভালো নয়। এতে ত্বকের সেল নষ্ট হতে পারে এবং ত্বক শুষ্ক হয়ে যেতে পারে।

৩) সঠিক উপায়ে মেকআপ করা 

তৈরি হওয়ার সময় ভুল ভাবে সাজলে আপনার পার্টনারের কাছে খারাপ প্রভাব পড়তে পারে। তাই সাজার সময় সব দিকে নজর রাখুন। 

৪) চুলের স্টাইলিং মেশিনের অত্যধিক ব্যবহার

ভুলে যাবেন না, যে কোনও কিছুর অতিরিক্ত ব্যবহার ক্ষতিকারক হতে পারে। চুলের স্টাইলিং সরঞ্জামগুলি আপনার চুলের ক্ষেত্রে ক্ষতিকর হতে পারে। এটি চুলের জন্য ঠিক কিনা যাচাই করুন। নিজের চুল, ত্বক নিয়ে বেশি পরীক্ষা না করাই ভালো।