Amit Shah on BBC Documentary: ‘ওঁরা ২০০২ সাল থেকেই…’, মোদীকে নিয়ে বিবিসির তথ্যচিত্র বিতর্কে মুখ খুললেন অমিত শাহ

আদানি ইস্যুতে গত কয়েকদিনে উত্তাল হয়েছে সংসদ। দেশের বিভিন্ন বিরোধী নেতা নেত্রীরা একযোগে টার্গেট করেছে মোদী সরকারকে। সংসদে সরাসরি একের পর এক প্রশ্ন তুলে আদানি ইস্যুতে মোদী সরকারকে কোণঠাসা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তারও কিছুদিন আগে দেশের বহু শিক্ষা প্রতিষ্ঠান সরগরম হয় মোদীকে ঘিরে বিবিসির তথ্যচিত্র নিয়ে। ইউটিউভ ও টুইটারের কাছে এই তথ্যচিত্রের কনটেন্ট নিয়ে কেন্দ্রের তরফে যায় নির্দেশ। বিবিসির সেই বিতর্কিত তথ্যচিত্র ইস্যুতে এবার মুখ খুললেন অমিত শাহ। 

সামনেই উত্তরপূর্বের তিন রাজ্যে ভোট। ২০২৩ সালে রয়েছে দেশের একাধিক রাজ্যে পর পর বিধানসভা নির্বাচন। বছর ঘুরলেই রয়েছে লোকসভা ভোট। তার আগে, এবার বিবিসির বিতর্কিত তথ্যচিত্র নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সংবাদসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকার নিয়ে অমিত শাহ বলেন, ‘ হাজার ষড়যন্ত্রের মধ্যেও সত্যিটা বেরিয়ে আসবে। ২০০২ সালের সময় থেকেই তাঁরা মোদীর পিছনে পড়ে রয়েছে। মোদীজি আরও শক্তিশালী আর আরও জনপ্রিয় হয়ে উঠেছেন।’ প্রসঙ্গত, বিবিসি যে তথ্যচিত্র মোদীকে নিয়ে সদ্য প্রকাশিত করেছে, তাতে ২০০২ গুজরাট দাঙ্গা নিয়ে একাধিক নানাবিধ দিককে তুলে ধরা হয়েছে। যে সমস্ত ঘটনা দেশের অভ্যন্তরে ও বিশ্বে বিভিন্নভাবে চর্চিত হয়েছে। তৈরি হয়েছিল একাধিক বড়সড় বিতর্ক। ‘ইন্ডিয়া: দ্য মোদী কোয়েশ্চেন’ নামের ওই তথ্যচিত্রকে ঘিরে দেশে নানান বিতর্ক তৈরি হয়। পরিস্থিতি গড়ায় আদালত পর্যন্ত। এদিকে, বহু শিক্ষা প্রতিষ্ঠানে সেই তথ্যচিত্রের প্রদর্শনের সময় পরিস্থিতি সরগরম হয়। সংঘাতের নানান ছবি সামনে আসে। এদিকে, ইউটিউব ও টুইটারকে এই ইস্যুতে দেওয়া নির্দেশ ঘিরে সরব হয় কংগ্রেস। ( সম্পত্তি নিয়ে ভাইয়ের সঙ্গে ঝগড়া, গুগল অফিসে ভুয়ো বোমাতঙ্কের ফোন মত্ত ব্যক্তির!)

কংগ্রেস নেতা রাহুল গান্ধী এই তথ্যচিত্রের সেন্সরশিপ বিতর্কে মুখ খোলেন। তিনি বলেন,’ সত্যিটা আরও উজ্জ্বল হবে। এটার একটা বাজে অভ্যাস রয়েছে বেরিয়ে আসার। যত বেশি নিষেধাজ্ঞা, ভয় দেখানো, দমন চলবে সত্যিটাকে চেপে রাখতে, তত বেশি সত্যি বেরিয়ে আসবে।’

এদিকে, ভারতে বিবিসির কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা জারির আর্জি নিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে দায়ের হয় মামলা। যদিও কোর্ট তা খারিজ করে। এদিকে, মুম্বই ও দিল্লিতে পর পর বিবিসি দফতরে আয়কর বিভাগের তল্লাশি মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে। 

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup