Murder: শিশু সন্তানকে দুধ না দিয়ে গলা টিপে ‘খুন’ করল অবিবাহিতা ধর্ষিতা মা, কেন?

ভয়াবহ ঘটনা মধ্যপ্রদেশে। লোকলজ্জার ভয়ে, সমাজে কে কী বলবে এই আশঙ্কায় এক নির্যাতিতা নারী তাঁর সদ্য জন্মানো সন্তানকে মেরে ফেলেছেন বলে অভিযোগ। মধ্যপ্রদেশের আদিবাসী অধ্যুষিত এলাকা ঝাবুয়ার ঘটনা। বুধবার পুলিশ সূত্রে এই খবর মিলেছে। শিশুটিকে দুধ না দিয়ে কার্যত ঘাড় চেপে ধরে খুন করা হয়েছে বলে অভিযোগ।

পুলিশ সূত্রে খবর, দিন চারেক আগেই ওই তরুণী সন্তান প্রসব করেছিলেন। এদিকে গতবছর তাঁকে ধর্ষণ করা হয়েছিল বলে অভিযোগ। তারপরেই তিনি গর্ভবতী হয়ে পড়েন। এদিকে তিনি গর্ভবতী একথা জেনে পুলিশ তাঁর পরিবারের লোকজনকে জানিয়েছিলেন তাঁর যখন সন্তান হবে তখন যেন পুলিশকে খবর দেওয়া হয়। এদিকে তাঁর সন্তান হয়েছিল। কিন্তু তারপর থেকেই ওই পরিবার আরও বেশি করে গুটিয়ে যেতে থাকেন। মূলত সামাজিক লজ্জায় তাঁরা দিশেহারা হয়ে পড়েছিলেন। এরপর শিশুটিকে খুন করে ফেলা হয় বলে অভিযোগ।

এদিকে ডিএনএ নমুনা সংগ্রহের জন্য সম্প্রতি পুলিশ ওই বাড়িতে গিয়েছিল। কিন্তু পুলিশ গিয়ে জানতে পারে শিশুটি বাড়িতে নেই। পরে তারা বাড়ির লোকজনকে এনিয়ে জানতে চায়। প্রথমে বাড়ির লোকজন এনিয়ে কিছু বলতে চায়নি। তারপরে বাড়ির লোকজন জানায় শিশুটি মারা গিয়েছে। পরে পুলিশ জানতে পারে শিশুটিকে খুন করা হয়েছে। এরপর তাকে একটি নির্জন জায়গায় কবর দেওয়া হয়েছে।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে বাচ্চা হওয়ার পর থেকেই রাগে ফুঁসছিলেন ওই তরুণী। তিনি কোনওভাবে শিশুটিকে মানতে পারছিলেন না। এরপর তিনি বাচ্চাটিকে দুধ দেওয়া বন্ধ করে দেন। তারপর পায়ের নিচে তাকে চেপে ধরে। একসময় তাকে মেরে ফেলা হয়। এভাবেই শ্বাসরোধ করে তাকে খুন করা হয় বলে অভিযোগ।

এদিকে পুলিশ এরপর তদন্তে নামে। কবর খুঁড়ে শিশুর দেহ উদ্ধার করা হয়। শিশুর শরীরে আঘাতের চিহ্ন ছিল। তার ঘাড় ভেঙে গিয়েছিল। শিশুটির মা, তার কাকা ও কাকিমাকে পুলিশ গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছে। ঘটনার তদন্ত চলছে।