জমি ব্যবসায়ীকে মারধরের ঘটনায় গ্রেফতার জগদ্দলের তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠ ৫ জন

১৪ ফেব্রুয়ারি উত্তর ২৪ পরগনার জগদ্দলে এক জমি ব্যবসায়ীকে মারধর, খুনের চেষ্টা ও তোলাবাজির অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় পুলিশ ৫ জনকে গ্রেফতার করল। ধৃত ৫ জনই জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। ওই ৫ জন তৃণমূল কর্মী বলে অভিযোগ। বৃহস্পতিবার সকালে ভাটপাড়া থানার পুলিশ ওই ৫ জনকে গ্রেফতার করেছে। ধৃতদের বিরুদ্ধে খুনের চেষ্টা, মারধর, হুমকি, তোলাবাজি সহ অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। ধৃতদের আজ আদালতে তোলা হলে পুলিশ তাদের ৭ দিনের হেফাজত চেয়ে বিচারকের কাছে আবেদন জানিয়েছে। এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। যদিও ধৃতদের বিরুদ্ধে এই অভিযোগ মানতে চাইছেন না তৃণমূল বিধায়ক। তবে পালটা তৃণমূলকে এই ঘটনার জন্য দায়ী করেছে বিজেপি।

জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম ধৃতদের মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলে অভিযোগ তোলেন। তিনি বলেন, ‘২০১৯ সালে যারা বিজেপির বিরোধী লড়াই করেছিল তাদেরকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে এবং গ্রেফতার করা হয়েছে। যাদের গ্রেফতার করা হয়েছে তারা তৃণমূলের সক্রিয় কর্মী বলে তিনি স্বীকার করে নিয়েছেন বিধায়ক। তিনি আরও বলেন, ‘পঞ্চায়েত নির্বাচনের আগে আমাদের কর্মীকে ফাঁসানো হচ্ছে। জমি মাফিয়ার মিথ্যা মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। আমার ভাইয়ের নামও জড়ানো হয়েছে।’

অন্যদিকে, বিজেপি পাল্টা তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ এনেছে। বিজেপির ব্যারাকপুর সংগঠনিক জেলা সম্পাদক বলেন, ‘তৃণমূলকে টাকা না দিলে তারা দুষ্কৃতী হয়ে যায়। এর জন্য আবার তৃণমূল বিজেপিকে দায়ী করে।’ তিনি বলেন, ‘পুলিশ ঘটনার সত্যতা খতিয়ে দেখবে। বিধায়ক অভিযোগ করেছেন যিনি অসাধু ব্যবসায়ী তিনি বিজেপি করেন। আর বিজেপির লোকই তাদের ফাঁসানোর চেষ্টা করেছে। আসলে যতক্ষণ মানুষ ব্যবসার টাকার প্রফিট তৃণমূলকে দিতে পারবে ততক্ষণ তারা তৃণমূলের সঙ্গে যুক্ত আর টাকা দিতে না পারলেই অসাধু ব্যবসায়ী হয়ে যায়, বিজেপি হয়ে যায়।’

প্রসঙ্গত, ১৪ ফেব্রুয়ারি জমি ব্যবসায়ী সমীর চট্টোপাধ্যায়কে মারধরের অভিযোগ ওঠে। আগে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের ভাইয়ের নাম করে দুষ্কৃতীরা তাঁকে প্রাণে মারার হুমকি দিয়েছিল। আর এবার তাঁকে খুনের চেষ্টা করা হয় বলে অভিযোগ।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup