‌Jotu Lahiri: প্রাক্তন বিধায়ক জটু লাহিড়ি প্রয়াত, শিবপুরে নেতার বিয়োগে শোকের ছায়া

‌আজ, বৃহস্পতিবার প্রয়াত হলেন হাওড়ার শিবপুরের প্রাক্তন বিধায়ক জটু লাহিড়ি। আজ সকালে শিবপুরের অম্বিকা কুণ্ডু বাই লেনে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭। ২০২২ সালের অক্টোবর মাসে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বহুদিন ধরেই আইসিইউ–তে ছিলেন তিনি। ২০২৩ সালের শুরু থেকেই তাঁর শারীরিক সমস্যাগুলির চিকিৎসা চলছিল বাড়িতেই।

এদিকে প্রয়াত বিধায়কের স্ত্রী আগেই মারা গিয়েছিলেন। এক মেয়েকেও হারিয়েছিলেন তিনি। তবে তিনি তারপরও রেখে গেলেন এক ছেলে, এক মেয়ে এবং নাতি–নাতনিকে। পরিবারের পক্ষ থেকে জানা গিয়েছে, ২০২২ সালেই বাথরুমে পড়ে গিয়েছিলেন এই বর্ষীয়ান রাজনীতিবিদ। তাতে গুরুতর চোট পেয়েছিলেন জটু লাহিড়ি। তারপর থেকেই শরীর আরও দুর্বল হতে শুরু করে তাঁর। তখন জটু লাহিড়ির মাথায় অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছিল।

অন্যদিকে ১৯৩৬ সালের ২৮ এপ্রিল জন্ম হয়েছিল জটু লাহিড়ির। কংগ্রেস দিয়ে শুরু রাজনীতি। ১৯৯১ সালে শিবপুর কেন্দ্রে প্রথমবার তিনি প্রার্থী হয়েছিলেন। ওই কেন্দ্র থেকে বিধায়ক হন। ১৯৯৬ সালেও জয়ী হন তিনি। তারপর তৃণমূল কংগ্রেসে যোগ দেন জটু লাহিড়ি। ২০২১ সাল পর্যন্ত টানা পাঁচবার শিবপুর কেন্দ্রের বিধায়ক ছিলেন তিনি। ২০২১ সালে তৃণমূল কংগ্রেস ছেড়ে জটু লাহিড়ি যোগ দেন বিজেপিতে। শিবপুর কেন্দ্রে প্রার্থীও হয়ে হেরে যান তিনি।

তবে বিজেপির রাজ্য কমিটিতেও ঠাঁই পান এই প্রবীণ রাজনীতিবিদ। জটু লাহিড়ির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহল। প্রাক্তন সহকর্মীর মৃত্যু নিয়ে রাজ্যের মন্ত্রী অরূপ রায় বলেন, ‘জটুবাবু দীর্ঘদিন আমাদের কর্মী ছিলেন। একসঙ্গে আমরা বহু লড়াই করেছি। ওঁর পরিবারের প্রতি সমবেদনা রইল। ওঁকে আমি শ্রদ্ধা করি।’

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup