Malda News: মালদহ হালপাতালে রোগীর কোলের কাছে ঘুরেছে ইঁদুর! ভাইরাল ভিডিয়ো ঘিরে চাঞ্চল্য

হাসপাতালে পুরুষ বিভাগে মেঝেতে শুয়ে আছেন রোগী। রোগীর কোলের কাছে বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। বিরক্ত হয়ে নিজেই ধরে ইঁদুর মারছেন। মালদা মেডিক্যাল কলেজ ও সুপার স্পেশালিটি হাসপাতালে মানসিক ভারসাম্যহীন রোগীর কাছে ইঁদুর ঘুরে বেড়ানোর ভাইরাল দৃশ্য নিয়ে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে। যদিও এই ভিডিয়োর সত্যাতা যাচাই করেনি হিন্দুস্থান টাইমস বাংলা।

মালদা হাসপাতালের সুপার তথা সহ-অধ্যক্ষ জানিয়েছেন, ‘আমি সহকারী সুপারকে বিষয়টি খতিয়ে দেখতে বলেছি। এ ব্যাপারে কী করা যায় তাও তাঁকে দেখতে বলা হয়েছে। এ ছাড়া পেস্ট কন্ট্রোলের জন্য স্বাস্থ্য ভবনকে জানানো হয়েছে। ‘ তিনি আরও জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ ইঁদুর অন্যান্য পোকমাকড় নিয়ন্ত্রণে ব্যবস্থা নিয়েছে।

হাসপাতালে ভর্তি থাকা এক রোগী আত্মীয় জানিয়েছেন, হাসপাতালের অবস্থা খুবই খারাপ। তিন দিন ধরে মেঝেতে রোগী পড়ে রয়েছে। কোনও চিকিৎসক তাঁকে দেখতে আসেনি। তাঁর উপর দিয়ে ইঁদুর ঘুরে বেড়াচ্ছে। তাঁর কথায়, ‘আমাদের জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ হাসপাতাল মালদা হাসপাতাল। সেই হাসপাতালের অবস্থা খুবই আতঙ্কের। হাসপাতাল কর্তৃপক্ষ বা সরকারের বিষয়টি দেখা উচিত।’

তবে এই ঘটনা নতুন নয় এর আগেও রাজ্যের হাসপাতালে ইঁদুরের দৌরাত্ম্য নজরে এসেছে।