Viral News: লটারির টাকা জিতে প্রাক্তনের জন্য ফ্ল্যাট! বউ জানতে পেরেই কী করলেন? তাজ্জব সবাই

লটারিতে নাম উঠেছে চিনের বাসিন্দা ঝউয়ের (নাম পরিবর্তিত)। পুরস্কার মূল্য ১০ মিলিয়ন ইউয়ান।‌ ভারতীয় মুদ্রায় যা ১২.১৩ কোটি টাকা! অথচ এত বড় খবরটাই বেমালুম চেপে গিয়েছেন স্ত্রীর কাছে। এমন অন্যায়ের শাস্তি কী হতে পারে? ঝউয়ের স্ত্রী লিন (নাম পরিবর্তিত) তা হাড়ে হাড়ে বুঝিয়ে দিলেন।

চিনে সম্প্রতি এমনই একটি ঘটনা প্রকাশ্যে আসে। ঝউ নামের এক ব্যক্তি ১০ মিলিয়ন ইউয়ান জেতেন লটারিতে‌। কর আদায়ের পর তার অ্যাকাউন্টে ৮.৪৩ মিলিয়ন (১০.২২ কোটি টাকা) ইউয়ান আসে। এই কথাই সম্পূর্ণ চেপে যান স্ত্রী লিনের কাছে। টাকা অ্যাকাউন্টে ঢোকার পর ঝউ ২ মিলিয়ন ইউয়ান (২.৪২ কোটি টাকা) বড় বোনকে পাঠিয়ে দেন। এর কিছুদিন পর, আরেক দফায় ৭ লাখ ইউয়ান (৮৪.৯৩ লাখ) তুলে প্রাক্তন স্ত্রীকে বাড়ি বানানোর জন্য পাঠান ঝউ। সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী, এরপরেই তাঁর স্ত্রী লিন গোটা ব্যাপারটা ধরতে পারেন। আর তখুনি স্বামীর বিরুদ্ধে আদালতে বিবাহবিচ্ছেদের মামলা করেন। মামলায় দাবি করেন, স্বামীর যা সম্পত্তি রয়েছে তার অর্ধেক ভাগ লিনের চাই। এছাড়াও বোন ও প্রাক্তন স্ত্রীকে মোট যা অর্থ দেওয়া হয়েছে (অর্থাৎ ২.৭ মিলিয়ন ইউয়ান), তার দুই তৃতীয়াংশ তাঁকেও দিতে হবে।

পূর্ব চিনের ঝেজিয়াং প্রদেশের এনঝউ কোর্ট জানতে পারে, লটারিতে জেতা অর্থমূল্য আসলে ঝউ ও স্ত্রীয়ের যৌথ সম্পত্তি। সেই থেকে টাকা তুলেই তাঁর প্রাক্তন স্ত্রী ও বড় বোনকে সাহায্য করেছেন ঝউ। এরপরেই কোর্টের তরফে জানানো হয়, ঝউয়ের এই কার্যকলাপ রীতিমতো বেআইনি। তার জন্য জরিমানা দিতে হবে। লটারির ভাগ থেকে ৬০ শতাংশ দিতে হবে লিনকে।!

আদালতের এমন রায়ের পরেই তা সংবাদমাধ্যমে আসে। তীব্রগতিতে ভাইরাল হয়ে যায় সেই খবর। নেটিজেনরা নিজেদের মতামতও জানাতে শুরু করেন। একজন কমেন্টে লেখেন, ‘দম্পতিদের যৌথ সম্পত্তি ব্যবহার করে উনি লটারি কিনেছেন আর শেষে কিনা নিজেই একা সব ভোগ করতে চান!’ আরেকজনের কথায়, ‘১০ মিলিয়ন ইউয়ান পেয়ে আর লাভ কী হল। দুজনের মধ্যে ঝামেলাই বাড়ল।’ আরেকজনের কথায়, ‘যাক! বিয়ে না করার জন্য আরেকটা কারণ পেয়ে গেলাম! আর বাড়িতে কেউ বিয়ে করতে জোর করবে না!’

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup