Indian origin CEO of YouTube: বিশ্ব চালাচ্ছেন ভারতীয়রা! এবার YouTube-র প্রধান হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত মোহন

সরে দাঁড়ালেন ইউটিউবের সিইও সুজান ওজসিসকি। তাঁর কুর্সিতে বসতে চলেছেন ভারতীয়-আমেরিকান নীল মোহন। অর্থাৎ গুগল, মাইক্রোসফটের পর বিশ্বের আরও একটি প্রথমসারির সংস্থার প্রধান হতে চলেছেন এক ভারতীয় বংশোদ্ভূত। তবে কবে আনুষ্ঠানিকভাবে বিশ্বের সর্ববৃহৎ অনলাইন ভিডিয়ো প্ল্যাটফর্মের দায়িত্ব নেবেন নীল, তা এখনও জানানো হয়নি। যিনি এতদিন ইউটিউবের চিফ প্রোডাক্ট অফিসার পদে কর্মরত ছিলেন।

গুগলে অ্যাড প্রোডাক্টসের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট হিসেবে কাজ করার পর ২০১৪ সালে ইউটিউবের সিইও হয়েছিলেন সুজান। যিনি গুগলের গোড়ার দিকে অন্যতম কর্মী ছিলেন এবং প্রায় ২৫ বছর ধরে গুগলের মূল সংস্থা অ্যালফাবেটের সঙ্গে যুক্ত আছেন। সেই সুজান একটি ব্লগ পোস্টে বলেন, এবার ‘পরিবার, স্বাস্থ্য এবং ব্যক্তিগত কাজের উপরে জোর দেব আমি, যা নিয়ে আমি অত্যন্ত উৎসাহী।’

ইউটিউবের কর্মীদের পাঠানো একটি একটি ইমেলে ৫৪ বছরের সুজান লেখেন, ‘এখানে (অ্যালফাবেট) প্রায় ২৫ বছর কাটানোর পর আজ ইউটিউবের প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আমি। এটাই আমার জন্য সঠিক সময়। আমার মতে, এই কাজটা আমি করতে পারছি কারণ ইউটিউবে একটা দুর্দান্ত নেতৃত্ব প্রদানকারী দল আছে।’

সেই দলের মধ্যে থেকে কে ইউটিউবের নয়া প্রধান হতে চলেছেন, তাও ঘোষণা করে দেন সুজান। তিনি বলেন, ‘নয় বছর আগে আমি যখন ইউটিউবে যোগ দিয়েছিলাম, তখন একটা দুর্দান্ত নেতৃত্ব প্রদানকারী দল তৈরি করা আমার অন্যতম লক্ষ্য ছিল। তাঁদের মধ্যে অন্যতম হলেন নীল মোহন। উনি ইউটিউবের এসভিপি এবং নয়া প্রধান হবেন।’

নীল মোহনের ইতিবৃত্ত

  • আমেরিকার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক স্তরের পড়াশোনা শেষ করেছিলেন নীল। 
  • ২০১৫ সাল থেকে ইউটিউবের চিফ প্রোডাক্ট অফিসার ছিলেন। ১৯৯৬ সালে Accenture-এ কেরিয়ার শুরু করেছিলেন নীল। পরবর্তীতে NetGravity নামে একটি স্টার্প-আপে যোগ দিয়েছিলেন। যা অধিগ্রহণ করে নিয়েছিল বিজ্ঞাপন সংস্থা DoubleClick। 
  • ২০০৭ সালে DoubleClick-কে কিনে নেয় গুগল। তারপর গুগলের বিভিন্ন বিজ্ঞাপনী কাজের ক্ষেত্রে (AdWords, AdSense) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন নীল। 
  • মাইক্রোসফটেও চাকরি করেছিলেন নীল। যেখানে কর্পোরেট স্ট্র্যাটেজির ম্যানেজার ছিলেন।
  • মার্কিন পার্সোনাল স্টাইলিং সার্ভিস সংস্থা Stitch Fix এবং বায়োটেক সংস্থা 23andMe-র বোর্ডেও আছেন।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)