Privilege motion in Assembly: চন্দ্রিমা ভট্টাচার্যের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনল বিজেপি

অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের প্রস্তাব আনল বিজেপি। বিধানসভায় বাজেট নিয়ে আলোচনায় সময় নাটাবাড়ির বিজেপি বিধায়ক মিহির গোস্বামীর বিরুদ্ধে অসংসদীয় শব্দ প্রয়োগ করেন বলে চন্দ্রিমার বিরুদ্ধে অভিযোগ। তিনি পাল্টা অভিযোগ করে বলেন বাজেট নিয়ে বলার সময় তাঁকই আক্রমণ করেছেন বিজেপি বিধায়ক।

অধিবেশন শেষ হওয়ার কিছু ক্ষণ আগে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের দফতরে গিয়ে লিখিত ভাবে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব জমা দেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। স্পিকার তাঁকে বলেন, ওই শব্দটি বিধানসভার কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হয়েছে। তা সত্ত্বে বিজেপি বিধায়ক প্রস্তাবটি জমা দিতে চান। স্পিকার তাদের প্রস্তাবটি জমা দিতে বলেন। কিন্তু সেটি গৃহিত হবে কিনা তা নিয়ে সংশয় থাকছেই।

অগ্নিমিত্রা বলেন, ‘অর্থ প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে একটি অসংসদীয় শব্দ ব্যবহার করেছেন, তিনি বিধায়ক মিহির গোস্বামীকে অমানুষ বলেছেন। তাই আমরা প্রতিবাদ জানিয়ে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনছি। শাসকদল বলেই কী ওঁরা বিরোধীদের অমানুষ বলবেন?’

এর জবাবে চন্দ্রিমা বলেন, ‘আমাকে যে ভাবে অপমান করা হল, সেটা কেউ দেখল না। যিনি স্বাধিকারভঙ্গের নোটিশ জমা দিয়েছেন, তিনি সেই সময় অধিবেশন কক্ষে ছিলেন না। আমাকে অপমান করার সময় ওঁদের মহিলা বিধায়করা চুপ করে রইলেন। যাঁদের কোন কাজ থাকে না তাঁরা এ সব করে।’