আগুনে বোলিংয়ের পর অন্য কারণে মন জিতে নিলেন ‘সহেসপুর এক্সপ্রেস’? দেখুন ভাইরাল ভিডিয়ো

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)-রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) এমন কোটলার এমন স্পিন সহায়ক পিচে দাপট দেখাবেন, এটাই তো প্রত্যাশিত। তবে অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে চলতি বর্ডার গাভাসকর ট্রফিতে (Border Gavaskar Trophy 2023) নিজের জাত ফের চেনালেন মহম্মদ শামি (Mohammed Shami)। কীভাবে উপমহাদেশীয় পিচে একের পর এক উইকেট আদায় করে নিতে হয়, সেটাই বুঝিয়ে দিলেন টিম ইন্ডিয়ার (Team India) অভিজ্ঞ জোরে বোলার। তবে শুধু বোলিং নয়, একইসঙ্গে মহানুভবতার প্রমাণ দিয়ে অগণিত মানুষের মন জিতে নিয়েছেন ‘সহেসপুর এক্সপ্রেস’। 

বরাবরের মতো এবার প্রিয় তারকাকে হাতের কাছে পাওয়ার জন্য, খুব সামনে থেকে দেখার জন্য সমর্থকদের আবেগ উপচে পড়েছিল। খেলা চলাকালীন এক দর্শক মাঠে ঢুকে পড়েন। তবে রোহিত শর্মা-বিরাট কোহলিদের কাছে পৌঁছনোর আগেই নিরাপত্তারক্ষীরা তাঁকে ধরে ফেলেন। সেই ভক্তকে টানাহ্যাঁচড়া করে, মারধর করতে করতে মাঠের বাইরে নিয়ে যাচ্ছিলেন। ঠিক সেই সময় সেই সমর্থককে বাঁচাতে এগিয়ে আসেন শামি। তিনি এগিয়ে এসে নিরাপত্তারক্ষীদের বলেন, ভক্তটিকে যেন মারধর করা না হয়। শান্তভাবে তাঁরা যেন সমর্থকটিকে মাঠের বাইরে নিয়ে যান। শামির এহেন আচরণ মন জিতে নিয়েছে ভক্তদের। 

আরও পড়ুন: Mohammed Shami, BGT 2023: কোন মন্ত্রে কোটলার স্পিন পিচেও দাপট দেখালেন শামি? জেনে নিন

আরও পড়ুন: Ravindra Jadeja, BGT 2023: ফের কোন নতুন বিশেষ নজির গড়লেন ‘স্যর জাদেজা’? জানতে পড়ুন

pic.twitter.com/Uia7mxZd8s

(@Guptastats92) February 17, 2023

কোন মন্ত্রে এমন স্পিন পিচে সাফল্য পেলেন? শামি বলেন, “সত্যি বলতে উপমহাদেশের উইকেটে পেস বোলাররা তেমন সাহায্য পায় না। নতুন বলে কিছুটা সাহায্য পাওয়ার পর, বল পুরনো হয়ে গেলে রিভার্স সুইং হয়। তখন কিছুটা আমরা সাহায্য পাই। আর তাই এখানে সাফল্য পেতে হলে লাইন-লেন্থই মূল অস্ত্র।” 

প্রথম দিন ডেভিড ওয়ার্নার (David Warner) ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই তাঁকে ফেরালেন। এরপর তাঁর শিকার ট্রাভিস হেড (Travis Head) ও দুই বোলার। নিলেন ৬০ রানে ৪ উইকেট। কোটলার বাইশ গজে এমন আগুনে বোলিংয়ের পরে সাংবাদিক বৈঠকে এসেছিলেন শামি। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)