Firhad Hakim: ওসির বিরুদ্ধে এফআইআরের নির্দেশ দিলেন মেয়র, তোলপাড় অবস্থা মেটিয়াবুরুজে

কোনও অন্যায়–অপরাধ রেয়াত করা হবে না। এই কথাটি বারবার শোনা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে। মানুষের জন্য কাজ করতেই তৃণমূল কংগ্রেসের সৃষ্টি বলে তাঁরা জানিয়ে থাকেন। এবার সরাসরি মানুষের জন্য কাজ করতে গিয়ে পুলিশকেও রেয়াত করলেন না খোদ কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম। পুলিশ ও কলকাতা পুরসভার কাছে অভিযোগ জানিয়ে সমস্যার সমাধান হয়নি। পাম্পের মাধ্যমে পুকুর থেকে জল বের করে নিয়ে সেখানে ভরাট করে পাঁচিল তুলে নির্মাণ চলছে বলে অভিযোগ মেটিয়াবুরুজের এক বাসিন্দার। তিনি এবার ‘টক টু মেয়র’ পথে গিয়ে এমন গুরুতর অভিযোগ করলেন। আর এই অভিযোগ পেয়ে নাদিয়াল থানার ওসি’‌র বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিলেন মেয়র ফিরহাদ হাকিম।

ঠিক কী অভিযোগ উঠেছে?‌ মেটিয়াবুরুজের ওই বাসিন্দার অভিযোগ, স্থানীয় প্রোমোটার এবং কয়েকজন দুষ্কৃতী তাঁর বাড়ির পিছনে থাকা বড় পুকুর থেকে পাম্পের মাধ্যমে জল তুলে ভরাটের কাজ করছেন। এমনকী পুকুরের মাঝখানে পাঁচিল তোলা হয়েছে। টক টু মেয়রে ফোন করে তিনি অভিযোগ করেন, ‘পুরসভা ও থানায় অভিযোগ করা হয়েছে। পুলিশের কাছে গেলে হুমকি দেওয়া হচ্ছে। এই সমস্যার কি সমাধান হবে না?‌’ তারপরই আজ, শনিবার ঘটনাস্থলে গিয়ে তদন্তের নির্দেশ দেন মেয়র ফিরহাদ হাকিম এবং নাদিয়াল থানার ওসি’‌র বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দেন তিনি।

আর কী জানা যাচ্ছে?‌ ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে বেআইনি নির্মাণেরও অভিযোগ আসে। তালতলার এক বাসিন্দার অভিযোগ, কলকাতা পুরসভার ৫৩ নম্বর ওয়ার্ডে একই প্রোমোটার একাধিক বেআইনি বহুতল নির্মাণ করছেন। আদালত দু’টি বহুতল ভাঙার নির্দেশ দিয়েছে। তালতলা থানা কলকাতা পুরসভাকে সহযোগিতা করছে না। পুলিশের কাছে প্রোমোটারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা আছে। এই অভিযোগ শুনে মেয়র ওই বেআইনি বাড়ি ভাঙতে বাহিনী চেয়ে তালতলা থানার ওসি’‌র কাছে চিঠি লিখতে নির্দেশ দেন কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের ডিজিকে।

ঠিক কী বলছেন মেয়র?‌ কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের দায়িত্বে রয়েছেন মেয়র স্বয়ং। কলকাতা শহরে বেআইনি নির্মাণের বিরুদ্ধে তিনি পদক্ষেপ করতে আগ্রহী। এই বিষয়ে মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘শহরে কয়েকশো বেআইনি নির্মাণ ভাঙা হচ্ছে। কিছু অভিযোগ আসছে। ওই অভিযোগ পাওয়ার পরে যথাযথ ব্যবস্থাও নেওয়া হচ্ছে। তাছাড়া নাগরিক পরিষেবা দিতে আমরা বদ্ধপরিকর। তাই নাগরিকের কাছ থেকে অভিযোগ আসতেই আমরা ব্যবস্থা নিচ্ছি।’