Border-Gavaskar Trophy: KL Rahul Loses Vice Captaincy Despite Regaining Place In The Team

মুম্বই: প্রবল জল্পনার মাঝেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ দুই টেস্টে ভারতীয় দলে নিজের জায়গা ধরে রাখতে সক্ষম হলেন কেএল রাহুল (KL Rahul)। তবে দলে জায়গা পেলেও নিজের সহ-অধিনায়কত্ব পদ বাঁচাতে পারলেন না রাহুল। নির্বাচক কমিটি রবিবারই শেষ দুই টেস্টের জন্য ভারতীয় দলের ঘোষণা করেন। সেই দলে রাহুল থাকলেও, তাঁর নামের পাশে সহ-অধিনায়কের তকমা নেই।

রাহুলের পাশে রোহিত

রাহুল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুই টেস্টের তিন ইনিংসে যথাক্রমে ২০, ১৭ ও ১ রান করেন। বেঙ্কটেশ প্রসাদের মতো প্রাক্তনীরা তো রীতিমতো রাহুলের পক্ষে পক্ষপাতের অভিযোগ পর্যন্ত তুলে দিয়েছেন। তবে পরপর ব্যর্থতা সত্ত্বেও কেএল রাহুলের পাশেই দাঁড়াচ্ছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। তাঁর ব্যর্থতার জন্য কার্যত পিচকেই কাঠগড়ায় দাঁড় করালেন ভারতীয় অধিনায়ক।

নয়াদিল্লিতে দ্বিতীয় টেস্টে শেষের পর রোহিত রাহুলের স্বপক্ষে যুক্তি দিয়ে বলেন, ‘এমন পিচে প্রত্যেকটি ব্যাটারেরই রান করার ভিন্ন ভিন্ন প্রক্রিয়া থাকে। সেটা খুঁজে বের করাটা খুব জরুরি। একজন ব্যক্তিগতভাবে কেমন কী করছে সেই দিকে আমরা খুব একটা নজর দিই না। তার থেকে বরং দলগত পারফরম্যান্সেই আমাদের নজর থাকে। এই সিরিজটা আমাদের কাছে বিরাট গুরুত্বপূর্ণ। রাহুলের বিষয়ে আমার মতামত বলতে এটাই।’

নতুন নির্বাচক প্রধান?

তবে রাহুলের সহ-অধিনায়কত্ব থাকল না। খবর অনুযায়ী, অধিনায়ক রোহিত শর্মাকেই সহ-অধিনায়ক নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁর অনুপস্থিতিতে কে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন, তা বাছাই করবেন রোহিত নিজেই। প্রসঙ্গত, চেতন শর্মার মুখ্য নির্বাচকের পদ থেকে সরে দাঁড়ানোর পর শিবসুন্দর দাসের নেতৃত্বেই শেষ দুই টেস্ট ম্যাচের জন্য ভারতীয় দল নির্বাচিত হয় বলে খবর।

তবে রাহুল সুযোগ পেলেও, রঞ্জি ট্রফির সেমিফাইনালে কর্ণাটকের হয়ে দ্বিশতরান হাঁকিয়েও সুযোগ পেলেন না রাহুলের বন্ধু ময়ঙ্ক অগ্রবাল। ভারতীয় স্কোয়াড জায়গা পাননি মুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটে আগুনে ফর্মে থাকা সরফরাজ খানও। বাকি দুই টেস্টের দলে নেই যশব্রীত বুমরার নামও।  প্রথম দুই টেস্টে যে যশপ্রীত বুমরা খেলবেন না, তা ভারতীয় অধিনায়ক রোহিত আগেই জানিয়েছিলেন। শেষ দুই টেস্টেও বুমরার খেলা নিয়ে যথেষ্ট সংশয় ছিলই। সেই জল্পনাই সত্যি হল। ভারত-অস্ট্রেলিয়ার শেষ দুই টেস্টেও স্কোয়াডে বুমরার নাম নেই। অবশ্য দ্বিতীয় টেস্টের আগে রঞ্জি ফাইনাল খেলার জন্য জয়দেব উনাদকাট ছেড়ে দেওয়া হলেও, তিনি আবারও দলে ফিরছেন। শেষ দুই টেস্টে দলে রয়েছেন তিনি

আরও পড়ুন: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দিকে আরও একধাপ এগোল ভারত