KL Rahul | BGT 2023: ৩ বলে মাত্র ১! ফের ডুবলেন রাহুল, বাকিটা নেটিজেনরা বুঝে নিলেন

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কেএল রাহুল (KL Rahul) আর কবে রান করবেন! তাঁর ফর্ম নিয়ে রীতিমতো বিরক্ত ক্রিকেটপ্রেমীরা। রাহুল ভুলেই গিয়েছেন রান কী জিনিস! ভারতীয় দলের তারকা ওপেনার ও অফফর্ম এখন এক সরণিতে। চলতি বর্ডার-গাভাসকর ট্রফির (Border-Gavaskar Trophy) প্রথম টেস্টে রাহুল করেছিলেন মাত্র ২০ রান। নাগপুরের ছবি দিল্লিতেও একই রইল। রাহুল ৪১ বলে মাত্র ১৭ রান করে ফিরে গিয়েছিলেন প্রথম ইনিংসে। রবিবার অর্থাৎ আজ দ্বিতীয় ইনিংসেও রাহুল ফের ব্য়র্থ। ৩ বলে মাত্র ১ রান করে ফিরে যান। রোহিতের ২০২১ সালে রাহুল শেষবার টেস্টে সেঞ্চুরি করেছিলেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে, গতবছর এই প্রতিপক্ষের বিরুদ্ধেই রাহুলের শেষ টেস্ট হাফ-সেঞ্চুরি। রাহুলের ১ রানের ইনিংসের পর নেটিজেনরা আর তাঁকে রেয়াত করলেন না। ট্যুইটারে ট্রোল-মিমের বন্যা বয়ে গেল। 

শুক্রবার থেকে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট শুরু হয়েছে। নাগপুর টেস্টের ফয়সলা আড়াই দিনে হয়ে গিয়েছিল। সব ঠিক থাকলে দিল্লি টেস্টের ভাগ্যও লেখা হয়ে যাবে তৃতীয় দিনে। ১১৫ রান করলেই ভারত জিতে যাবে এই টেস্ট। রবিবার অর্থাৎ আজ সুবর্ণ সুযোগ রয়েছে ভারতের সামনে। রোহিত-রাহুল রান তাড়া করতে নেমেছিলেন। মাত্র তিন বলে খেলে এক রান করে ফেরেন রাহুল। ন্যাথাল লিয়ঁর বলে উইকেটকিপার অ্যালেক্স ক্যারির হাতে ক্যাচ তুলে দেন রাহুল।

আরও পড়ুনR Jadeja | R Ashwin | BGT 2023: জাদেজা একাই তুলে নিলেন ৭ উইকেট! ভারতের দিল্লি জয় শুধু সময়ের অপেক্ষা

গত ১১ ফেব্রুয়ারি রাহুলের প্রশংসা করেই প্রসাদ লেখেন, ‘রাহুলের প্রতিভা ও যোগ্যতার প্রতি আমি শ্রদ্ধাশীল। কিন্তু ওর পারফরম্যান্স একেবারে তলানিতে। আট বছরেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে। ৪৬টি টেস্ট খেলে ওর গড় ৩৪। যা অত্যন্ত সাধারণ। অনেকের নাম বলতে পারব না, যারা এভাবে সুযোগ পেয়েছে।’ একের পর এক ট্যুইট করেই প্রসাদ বলেছিলেন যে, শুভমান গিল বা সরফরাজ খানরা সুযোগ পাচ্ছে না। এই ট্যুইটের সঙ্গেই গত শনিবার প্রসাদ জুড়ে দিয়েছিলেন, ‘ওর ধারাবাহিত ব্যর্থতা চলছেই। ম্যানেজমেন্টের একগুঁয়েমি দেখছি। একজন প্লেয়ারকে তারা ধরেই রেখেছে। বিগত ২০ বছরে কোনও টপ অর্ডার ব্যাটার এত কম গড় নিয়ে এত টেস্ট খেলেনি।’ প্রসাদের বক্তব্য এর পরেও টিম ম্যানেজমেন্ট শুভমান গিল বা শাহবাজ আহমেদের কথা ভাবছে না।

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)