Tapas Mondal: একসময় CPI করতেন, এখন CBI জালে, তাপস মণ্ডলের অতীত জানলে চমকে যাবেন

এবার সিবিআইয়ের জালে তাপস মণ্ডল। নিয়োগ দুর্নীতি মামলায় তিনি অভিযুক্ত। তিনিই প্রথম নিয়োগ দুর্নীতিতে তৃণমূলের যুব নেতা কুন্তল ঘোষের নাম প্রকাশ্য়ে এনেছিলেন। তবে সেই তাপসই নাকি সিবিআইকেও নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছিলেন। বর্তমানে তিনি সিবিআইয়ের জালে। তবে তাপস মণ্ডলের অতীত জীবনের কথা শুনলে অবাক হয়ে যাবেন। 

সূত্রের খবর, তাপস মণ্ডলের শিক্ষক শিক্ষণ প্রতিষ্ঠান রয়েছে। আর সেটা কেন্দ্র করেই বোনা হয়েছিল দুর্নীতির বীজ। একাধিক প্রভাবশালীর সঙ্গে ছিল তার ওঠাবসা। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছের লোক ছিলেন তিনি। আবার পরবর্তীতে তিনিই ছিলেন মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ। 

সূত্রের খবর, আদপে পূর্ব মেদিনীপুরের বাসিন্দা তাপস মণ্ডল। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার হরেকৃষ্ণপুর গ্রামে নিম্নবিত্ত পরিবার থেকেই উঠে এসেছিলেন তাপস। তবে পরে তার প্রতিপত্তি ক্রমেই বাড়তে থাকে। কথাবার্তায় অবশ্য় বোঝা যেত না তিনি কতটা প্রভাবশালী। চেহারাও সাদামাটা। ভালো মানুষ টাইপের আচরণ তাঁর চরিত্রের একেবারে ম্যাজিক। আর সেই ম্যাজিকেই তিনি পৌঁছে যেতেন প্রভাবশালীদের কাছে। তাঁর অধীনে একাধিক ট্রাস্টও রয়েছে। উত্তর ২৪ পরগনার বারাসতে থাকতেন তিনি। 

সূত্রের  খবর বাম আমলে তিনি সিপিআই করতেন। আশির দশকে তিনিই যোগ দেন মার্ক্সসিস্ট ফরওয়ার্ড ব্লকে। এদিকে বাম জমানাতেও তিনি একাধিক বাম মন্ত্রীর ঘনিষ্ঠ ছিলেন বলে খবর। পরে জমানা বদল হতেই তিনিও ক্রমে ঘুরে গেলেন। তখন আবার তিনি মানিক- পার্থদের ঘনিষ্ঠ। 

এরপর তরতর করে সিঁড়ি বেয়ে উঠতে থাকেন তিনি। তিনি স্বর্ণপদকপ্রাপ্ত বলেও পরিচিত। কিন্তু কীসে সেটা তা পরিষ্কার নয়। ডিএলএড কলেজ ইউনিয়ন, টিচার্স ট্রেনিং  ইনস্টিটিউটের নেতৃত্বের পদেও ছিলেন তিনি। আর সেই সুযোগে রাজ্য়ের বিভিন্ন শিক্ষক শিক্ষণ কলেজ তাকে গুরুত্বও দিত। আসলে নেতা মন্ত্রীদের সঙ্গে যার এত ঘনিষ্ঠতা তাকে মান্যতা না দিয়ে উপায়ই বা কী ছিল? 

অনেকের মতে, এই সুযোগটাই কাজে লাগাতেন তাপস। কার্যত জালের মতো ছড়িয়ে দেওয়া হয়েছিল নিয়োগ দুর্নীতির এজেন্ট। এদিন গ্রেফতার হওয়ার পরে তিনি সংবাদ মাধ্যমের সামনে জানান, আমি তো কুন্তলের বিরুদ্ধে অভিযোগ এনেছি। সে তো অভিযোগ করবেই। তবে কেন গ্রেফতার করল বুঝতে পারছি না। সহযোগিতা এখনও করছি। 

তবে সিবিআই প্রাথমিকভাবে জেনেছে আদপে অত্য়ন্ত প্রভাবশালী ব্যক্তি এই তাপস মণ্ডল। কুন্তল, নিলাদ্রিরা কার্যত গুরু হিসাবে মানত তাপস মণ্ডলকে। তবে সেই তাপসই বলেছিলেন, এটা প্রায় ১০০ কোটির খেলা!