জামিন চাইতে গিয়ে কারাগারে বিএনপির ১৫ নেতাকর্মী

পঞ্চগড়ে বিএনপির ১৫ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (২০ ফেব্রুয়ারি) পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতে নেতাকর্মীরা হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালতের বিচারক শরীফ হোসেন হায়দার ৫৮ জনের মধ্যে ১৫ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বাকি ৪৩ নেতাকর্মীর জামিন বহাল রাখেন।

কারাগারে পাঠানো আসামিরা হলেন- শাওন, এ টি এস তৌফিক মুছা, জাকির হোসেন, মোজাহার আলী, কুয়েত, সুহেল, দুলাল, শরিফুল ইসলাম পারভেজ, জুয়েল রানা, সাবিরুল ইসলাম, সুহেল রানা, এ আর পলাশ, নুরজামাল, হিটলার ও মিলন। তারা প্রত্যেকেই পঞ্চগড় জেলার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী। 

আসামিপক্ষের আইনজীবী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আদম সুফি বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিদের মধ্যে মোট ৫৮ জন উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিনে ছিলেন। আগাম জামিনের মেয়াদ শেষ হওয়ায় তারা নিম্ন আদালতে পুনরায় জামিন আবেদন করলে বিচারক ১৫ জনের জামিন নামঞ্জুর করেন এবং বাকি ৪৩ জনের জামিন বহাল রাখেন।

তিনি বলেন, যাদেরকে কারাগারে পাঠানো হয়েছে তারা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে। আমরা তাদের পক্ষে আগামী ধার্য দিনে আবারও জামিন প্রার্থনা করবো।

জানা গেছে, গত বছরের ২৪ ডিসেম্বর দুপুরে পঞ্চগড় জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সরকারের পদত্যাগ, সংসদ বাতিল ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে বিএনপি গণমিছিল বের করলে পুলিশি বাধার সম্মুখীন দলটির নেতাকর্মীরা। এক পর্যায়ে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ ঘটনায় পঞ্চগড় সদর থানার পাঁচ জন এসআই বাদী হয়ে পাঁচটি পৃথক মামলা করেন। এসব মামলায় মোট ৮১ জনের নাম উল্লেখসহ এক হাজারেরও অধিক অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়।