সরকারি টাকায় নিজের সন্তানকে বেসরকারি স্কুলে পাঠাচ্ছেন শিক্ষকরা: বিশ্বজিৎ বসু

শিক্ষক বদলি মামলার শুনানিতে বিস্ফোরক মন্তব্য করলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। শিক্ষককুলের কাছে তাঁর প্রশ্ন, নিজের সন্তানকে তো সরকারি টাকায় বেসরকারি স্কুলে পড়াচ্ছেন, কিন্তু নিজের স্কুলের ছাত্রছাত্রীদের সন্তানের মতো যত্ন নিচ্ছেন তো? এদিন ছাত্র সংখ্যা কম এরকম স্কুলগুলিকে বড় স্কুলের সঙ্গে মিলিয়ে দেওয়ার পরামর্শ দেন তিনি।

এদিন বিচারপতি বসু বলেন, ‘রাজ্যে ৪ লক্ষ কম পড়ুয়া এবার মাধ্যমিকে বসছে। ওদিকে সরকার বলছে আরও ১০ হাজার শিক্ষক চাই। কী হবে এই শিক্ষক দিয়ে। রাজ্যে বহু স্কুলে ৩০, ৩৫, ৫০ জন ছাত্র। আর সেখানে শিক্ষক ১০ – ১৫ জন। এদের বদলি করুন। এভাবে তো সরকারি টাকার অপচয় হচ্ছে’।

শিক্ষকদের প্রতি বিচারপতির প্রশ্ন, ‘সরকারি টাকায় নিজের সন্তানকে বেসরকারি স্কুলে পাঠাচ্ছেন সরকারি স্কুলের শিক্ষকরা। পাঠান, ভালো কথা। কিন্তু নিজের স্কুলের পড়ুয়াদের সন্তানের মতো খেয়াল রাখছেন তো? কোনও পড়ুয়াকে যদি জিজ্ঞাসা করি সে আপনাদের কাছ থেকে কী শিখছে? সেই উত্তরে অস্বস্তিতে পড়বেন না তো’?

বিচারপতি বসুর প্রশ্ন, ‘নিজের অধিকারের কথা বলে ভাতা ও ছুটি চাইছেন কিন্তু পড়ুয়াদের অধিকারের কী হবে? বহু স্কুলে ৫০ জন পড়ুয়ার জন্য ১৫ জন শিক্ষক রয়েছেন। এভাবে সরকারি কোষাগারের টাকার অপচয় হচ্ছে। এই সব স্কুল রেখে লাভ কী? অন্য স্কুলের সঙ্গে মিলিয়ে দিন। শিক্ষামন্ত্রীকে বলুন, দরকারে আইনে বদল আনতে’।

শিক্ষক বদলি সংক্রান্ত মামলায় একের পর এক কড়া মন্তব্য করেছে আদালত। আদালতের তরফে জানানো হয়েছে, ছাত্র শিক্ষক অনুপাত কম এমন স্কুল থেকে যে স্কুলে শিক্ষক কম সেখানে শিক্ষকদের বদলি করতে হবে। কোনও শিক্ষক যেতে না চাইলে তাঁকে বরখাস্ত করতে পারবে পর্ষদ।