Adenoviruses Virus : 'অ্যাম্বুলেন্সে গিয়েও পেসেন্ট দেখতে হচ্ছে', অ্যাডিনোভাইরাসের আক্রমণ থেকে রেহাই পাচ্ছেন না প্রাপ্তবয়স্করাও

<p><strong>ঝিলম করঞ্জাই, কলকাতা</strong> : ‘এত পেসেন্ট আসছে, অ্যাম্বুলেন্সে গিয়েও পেসেন্ট দেখতে হচ্ছে, কোভিডকালে এরকম করেছিলাম ‘ বলছিলেন ফুসফুস বিশেষজ্ঞ রাজা ধর। ফের সঙ্কট! হাসপাতালে হাসপাতালে ভিড় ! ব্যাপক চাহিদা ফুসফুস বিভাগের ICU-এর। এই উদ্বেগ, আতঙ্ক আর ভয়ের কেন্দ্রে অ্যাডিনো ভাইরাস।&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p>
<p><strong>রেহাই পাচ্ছেন না প্রাপ্তবয়স্করাও</strong><br />শুধু শিশুদেরই নয়, অ্যাডিনো ভাইরাসের ( <span class="yKMVIe" role="heading" aria-level="1">Adenovirus</span>&nbsp;) আক্রমণ থেকে রেহাই পাচ্ছেন না প্রাপ্তবয়স্করাও। বয়স্কদের ক্ষেত্রে কোভিডের মতোই কোমর্বিডিটি থাকলে সমস্য়া আরও বাড়ছে। চিকিৎসকরা বলছেন, এক্ষেত্রে মাথাচাড়া দিচ্ছে শুকনো কাশির সমস্যা। বিপদ এড়াতে কোভিডের মতোই এক্ষেত্রেও মাস্ক পরার পাশাপাশি ভিড় এড়ানোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।<br /><br /><strong>’পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক'</strong><br />ক্রিটিক্য়াল কেয়ার স্পেশালিস্ট, অমৃতা ভট্টাচার্য জানালেন, ‘ ICU-এর অবস্থা খুব খারাপ। প্রচুর আসছে, বয়স্কদেরও ভাইরাল ইনফেকশন। অনেকের ক্ষেত্রে পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। অনেকে দেরিতে নিয়ে আসছেন হাসপাতালে । অনেকেই অনেকরকম ফুফুসের সমস্যায় ভুগছেন । ‘&nbsp;</p>
<p><strong>কোমর্বিডিটি থাকলে সমস্য়া</strong> <br />শুধুমাত্র, অ্যাডিনো ভাইরাসই নয়, প্রাপ্তবয়স্করা আক্রান্ত হচ্ছেন রাইনো ভাইরাস, প্যারা ইনফ্লুয়েঞ্জা,<u> </u>রেসপিরেটরি সিনসেসাল ভাইরাস বা RSV-এ। বয়স্কদের ক্ষেত্রে কোভিডের মতোই কোমর্বিডিটি থাকলে সমস্য়া আরও বাড়ছে। চিকিৎসকরা বলছেন, মৃত্যুহারও উদ্বেগজনক।<strong><u><br /><br /></u>ভয়ের কারণ যে নেই, এমনটা নয়, বলছেন চিকিৎসকরা <br /></strong>ফুসফুস বিশেষজ্ঞ রাজা ধর জানালেন, অনেক রোগী আসছেন হাসপাতালে। তবে প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে অনেকরকম ইনফেকশন হচ্ছে। সেই সঙ্গে কোমর্বিডিটি থাকলে সমস্যা বাড়বে। ভয়ের কারণ যে নেই, এমনটা নয়। কোভিডের সময়ও কোমর্বিডিটি থাকলে অবস্থা খারাপ বেশি হচ্ছিল, এক্ষেত্রেও তাই। এক্ষেত্রেও ৬ থেকে ১০ শতাংশ মৃত্যুহার।&nbsp;<strong><u><br /><br /></u></strong>চিকিৎসকরা বলছেন, অন্যান্য সমস্যার থেকেও যা সবচেয়ে বেশি মাথাচাড়া দিচ্ছে তা হল শুকনো কাশি। কখনও কখনও, লাগাতার ওষুধ খেয়ে এক মাসেও সমস্য়া সামাল দেওয়া যাচ্ছে না। ফুসফুস বিশেষজ্ঞ ধীমান গঙ্গোপাধ্য়ায় জানালেন, ‘ প্রচুর প্রাপ্তবয়স্করা আসছে। প্রচুর কাশি। গতানুগতিক ওষুধ দিয়েও সামাল দেওয়া যাচ্ছে না ‘&nbsp;<strong><u><br /></u></strong><br />এই পরিস্থিতিতে চিকিৎসকদের পরামর্শ,</p>
<ul>
<li>জ্বর-সর্দি-কাশি হলে বাড়িতে আইসোলেশনে থাকুন।</li>
<li>বিপদ এড়াতে কোভিডের মতোই এক্ষেত্রেও মাস্ক পরুন।</li>
<li>ভিড় এড়িয়ে চলুন। এমনই পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। <br /><strong>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</strong><br /><br /><br /></li>
</ul>