Singur co operative election: সিঙ্গুরের সমবায় নির্বাচনে ভোট লুট থেকে শুরু করে বুথ দখল ছাপ্পা ভোটের অভিযোগ

সিঙ্গুরের সমবায় নির্বাচনে ভোট লুট, বুথ দখল থেকে শুরু করে ছাপ্পা ভোটের অভিযোগ উঠল। বহিরাগতদের নিয়ে এসে ভোট লুট করা হয়েছে বলে অভিযোগ। বহিরাগতরা মুখে মাস্ক পরে বুথের সামনে ভিড় করে বলে অভিযোগ। ফলে ভোট দিতে না পেরে ফিরে যেতে হয় অনেককেই। প্রতিবাদে রাস্তা অবরোধ করে সিপিএম। পুলিশের সামনেই অবাধে ভোট লুট চলছে বলে অভিযোগ সিপিএমের। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।

আজ সিঙ্গুরের ছিনামোড় সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচন ছিল। সেই নির্বাচন ঘিরেই অশান্তি তৈরি হয়। বাম সমর্থিত প্রার্থীদের বুথ থেকে জোর করে বের করে দেওয়ার অভিযোগ ওঠে শাসক দলের বিরুদ্ধে। এদিন সিঙ্গুরের হাকিমপুর তুষ্টু চরণ উচ্চ বিদ্যালয়ে চলে ভোট গ্রহণ। উল্লেখ্য, সিঙ্গুরের ছিনামোড় সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডে ৫৭টি আসন রয়েছে। তার নির্বাচন চলছে ৫৭ টি আসনেই। বাম সমর্থিত প্রার্থীরা এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। অন্যদিকে, ৫৭ টি আসনের মধ্যে ৫৩ টি আসনে প্রার্থী দিয়েছে তৃণমূল। বিজেপি সমর্থিত প্রার্থীরা ১৪ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। এই নির্বাচনে মোট ভোটার হল ১৪০০ জন। অশান্তির খবর পেয়ে ঘটনাস্থলে যান সৃজন ভট্টাচার্য। সমবায় ভোট প্রসঙ্গে তিনি বলেন, ভোট না ভাট হয়েছে। আইনি পদক্ষেপ করা হবে। আদালতে যাব। এই নির্বাচনের নামে প্রহসন হয়েছে। সৃজনের অভিযোগ, ‘বুথের সামনে মুখে মাস্ক পরা বহিরাগতদের ভিড় দেখা গিয়েছে। তারা হিন্দিতে কথা বলছিল। তাদের সহজেই দেখে বোঝা যাচ্ছে তারা বহিরাগত।’

সিপিএমের অভিযোগ, ভোট দিতে না পেরে অনেকেই বাড়ি ফিরে গিয়েছেন। পুলিশের সামনেই ভোট লুট হয়েছে বলে অভিযোগ সিপিএমের। তার প্রতিবাদে এদিন সিপিএমের পক্ষ থেকে রাস্তা অবরোধ করা হয়। যদিও তৃণমূল সেই অভিযোগ অস্বীকার করে। এদিন ভোট লুটের খবর পেয়ে ঘটনাস্থলে যান বাম নেতা সৃজন ভট্টাচার্য। তিনি বলেন, ‘সিঙ্গুরের ইতিহাসে বিরল ঘটনা। মুখে মাস্ক পরা বহিরগতদের নিয়ে এসে বুথ জ্যাম করিয়ে ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে। সবটাই হচ্ছে পুলিশের উপস্থিতিতে। ভোট হয়নি ভাট হয়েছে। এর প্রতিবাদে মিছিল থেকে শুরু করে প্রয়োজনে আদালতে যাব। আইনি পদ্ধতি যা আছে সব করব।’ যদিও তৃণমূলের ব্লক সভাপতি গোবিন্দ ধারা এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘কোন ছাপ্পা ভোট হয়নি। মানুষ স্বাধীনভাবে ভোট দিয়েছে। কাউকে বাধা দেওয়া হয়নি। সাধারণ মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তাই তারা মিথ্যা অভিযোগ করছে। কোনও বাম প্রার্থীকে মেরে বুথ থেকে বের করা হয়নি। পুলিশের সামনে ভোট লুটের মতো কাজ সম্ভব নয়।’

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup