Prithvi Shaw Selfie Controversy Andheri Court Sent All 4 Accused To Judicial Custody Know Details

মুম্বই: পৃথ্বী শয়ের (Prithvi Shaw) সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়া স্বপ্না গিলকে (Sapna Gill) জামিনে ছাড়া পেলেন। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার স্বপ্নাসহ আরও তিনজন অভিযোগকারীকেও জামিন দেওয়া হয়েছে। সোমবারই আন্ধেরি আদালত (Andheri Court) প্রথমে স্বপ্নাসহ চারজনকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছিল। কিন্তু এই সিদ্ধান্তের কিছুটা সময় পরেই চারজনকেই জামিনে ছেড়ে দেওয়া হল। 

সেলফি তোলা নিয়ে বিবাদ

১৫ ফেব্রুয়ারি, বুধবার ভারতীয় ক্রিকেটার পৃথ্বী শ সান্তাক্রুজের এক অভিজাত হোটেলে বন্ধুদের সঙ্গে নৈশভোজ করতে গিয়েছিলেন। সেখানে আগে থেকেই স্বপ্না তাঁর বন্ধুবান্ধবদের সঙ্গে পার্টি করছিলেন। খবর অনুযয়ী পৃথ্বীকে দেখেই স্বপ্না ও তাঁর বন্ধুবান্ধরা সেলফি তুলতে শুরু করেন। অভিযোগ, সেই সেলফি তুলতে না চাওয়ায় স্বপ্নাসহ আটজন চড়াও হয় তাঁর ও তাঁর বন্ধুর ওপর। তাঁদের গাড়ি ভাঙচুর করা হয় বলেও অভিযোগ। পৃথ্বী শয়ের বন্ধু আশিষ যাদবই এই বিষয়ে মোট আটজনের বিরুদ্ধে ওশিয়ারা থানায় মামলা রুজু করেন। সবার উপরেই পুলিশ ভারতীয় দন্ডবিধির (১৪৩, ১৪৮, ১৪৯, ৩৮৪, ৪৩৭, ৫০৪, ৫০৬) বিভিন্ন ধারায় মামলা দায়ের করে। 

অভিযুক্ত স্বপ্না গিল কে?

স্বপ্না সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছিল বুধবার রাতে, মুম্বইয়ের সাহারা স্টার হোটেলে ম্যানসন ক্লাবে। স্বপ্নার সঙ্গেই অভিযুক্ত শোবিত ঠাকুর। স্বপ্না অভিনেত্রী। ভোজপুরি সিনেমায় অভিনয় করেছেন। রবি কিষাণ ও দীনেশ লাল যাদবের মতো অভিনেতাদের বিপরীতে। ইনস্টাগ্রামে ২ লক্ষ ১৯ হাজার ফলোয়ার রয়েছে। চণ্ডীগড়ের বাসিন্দা স্বপ্না এখন মুম্বইয়ে থাকেন। নিজের নাচের ভিডিও ও ফটোশ্যুটের ছবি সোশ্যাল মিডিয়ায় নিয়মিত পোস্ট করেন তিনি। ২০২১ সালে তাঁর ‘মেরা ওয়তন’ সিনেমাটি মুক্তি পেয়েছিল।

হরমনপ্রীতের নজির

চলতি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দুই ম্যাচ জিতলেও, গত ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে পরাজিত হতে হয়েছিল ভারতীয় দলকে। তাই সেমিফাইনালে নিজেদের জায়গা পাকা করতে সোমবার, ২০ ফেব্রুয়ারি আয়ার্ল্যান্ডকে হারাতে হবে টিম ইন্ডিয়াকে। বিশ্বকাপের সেমিতে পৌঁছনোর লক্ষ্য নিয়েই মাঠে নামতে চলেছে ভারত। তবে ম্যাচের ফলাফল যাই হোক না কেন, ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur) এই ম্যাচে অংশগ্রহণ করেই এক নতুন ইতিহাস গড়ে ফেললেন। এটি হরমনপ্রীত কৌরের ১৫০তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসাবে ১৫০টি বিশ ওভারের আন্তর্জাতিক ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করলেন হরমনপ্রীত। পুরুষ বা মহিলা, বিশ্বের কোনও দেশের আর কোনও ক্রিকেটারের দখলে এই কীর্তি নেই।

আরও পড়ুন: স্পিনিং ট্র্য়াকে এই মুহূর্তে বিশ্বের সেরা দল ভারত: সৌরভ