Team India Players Visit Pradhanmantri Sangrahalaya After Win Against Australia In 2nd Test

নয়াদিল্লি: বর্ডার গাওস্কর ট্রফি নিজেদের দখলে রেখেছে ভারতীয় ক্রিকেট দল। নাগপুর টেস্টের পর কোটলাতেও জয় হাসিল করে নিয়েছে রোহিত বাহিনী। স্বভাবতই বেশ ফুরফুরে মেজাজে রয়েছে গোটা দল। আড়াই দিনে টেস্ট ম্যাচ শেষ হয়ে গিয়েছে। হাতে অনেকটা সময়। তাই সময়টা কাজে লাগালেন ভারতীয় ক্রিকেটাররা। কোচ রাহুল দ্রাবিড়, অধিনায়ক রোহিত শর্মা সহ গোটা ভারতীয় দল কোটলায় প্রধানমন্ত্রীর সংগ্রহশালা ঘুরে দেখলেন। 

উল্লেখ্য়, গতবছর ১৪ এপ্রিল আম্বেদকরের জন্মজয়ন্তীতে এই সংগ্রহশালা উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নেহরু সংগ্রহশালাই প্রধানমন্ত্রী সংগ্রহশালা নামে পরিচিত। দেশের স্বাধীনতার পর থেকে প্রধানমন্ত্রীদের অবদান সম্পর্কে এই সংগ্রহশালা থেকে অনেক কিছুই জানা যায়। অতীতে দুষ্প্রাপ্য কিছু নথি, কাগজ, জিনিসপত্রও রক্ষিত রয়েছে এই সংগ্রহশালায়। বিসিসিআইয়ের তরফেও ছবি ও ভিডিও ক্লিপ পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

 


এদিকে, প্রবল জল্পনার মাঝেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ দুই টেস্টে ভারতীয় দলে নিজের জায়গা ধরে রাখতে সক্ষম হলেন কেএল রাহুল (KL Rahul)। তবে দলে জায়গা পেলেও নিজের সহ-অধিনায়কত্ব পদ বাঁচাতে পারলেন না রাহুল। নির্বাচক কমিটি রবিবারই শেষ দুই টেস্টের জন্য ভারতীয় দলের ঘোষণা করেন। সেই দলে রাহুল থাকলেও, তাঁর নামের পাশে সহ-অধিনায়কের তকমা নেই।

রাহুলের পাশে রোহিত

রাহুল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুই টেস্টের তিন ইনিংসে যথাক্রমে ২০, ১৭ ও ১ রান করেন। বেঙ্কটেশ প্রসাদের মতো প্রাক্তনীরা তো রীতিমতো রাহুলের পক্ষে পক্ষপাতের অভিযোগ পর্যন্ত তুলে দিয়েছেন। তবে পরপর ব্যর্থতা সত্ত্বেও কেএল রাহুলের পাশেই দাঁড়াচ্ছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। তাঁর ব্যর্থতার জন্য কার্যত পিচকেই কাঠগড়ায় দাঁড় করালেন ভারতীয় অধিনায়ক।

নয়াদিল্লিতে দ্বিতীয় টেস্টে শেষের পর রোহিত রাহুলের স্বপক্ষে যুক্তি দিয়ে বলেন, ‘এমন পিচে প্রত্যেকটি ব্যাটারেরই রান করার ভিন্ন ভিন্ন প্রক্রিয়া থাকে। সেটা খুঁজে বের করাটা খুব জরুরি। একজন ব্যক্তিগতভাবে কেমন কী করছে সেই দিকে আমরা খুব একটা নজর দিই না। তার থেকে বরং দলগত পারফরম্যান্সেই আমাদের নজর থাকে। এই সিরিজটা আমাদের কাছে বিরাট গুরুত্বপূর্ণ। রাহুলের বিষয়ে আমার মতামত বলতে এটাই।’