প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইন্টারভিউয়ারদের ইন্টারভিউ নিলেন অভিজিৎ গাঙ্গুলি

প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে ২০১৪ সালের নিয়োগপ্রক্রিয়ায় অংশগ্রহণকারী ইন্টারভিউয়ারদের ইন্টারভিউ নিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার গোটা রাজ্যের ইন্টারভিউয়ারদের হাইকোর্টে ডেকে পাঠিয়েছিলেন তিনি। হাইকোর্টে রুদ্ধদ্বার কক্ষে একে একে ইন্টারভিউয়ারদের তলব করে জিজ্ঞাসাবাদ করেন তিনি।

এদিন মোট ৩০ জন ইন্টারভিউয়ারের সাক্ষ্য নেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। হাইকোর্টের সার্ধশতবার্ষিকি ভবনের নবম তলে বসানো হয় তাঁদের। অষ্টম তলে চলে সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া।

এদিন সাক্ষ্যগ্রহণ শুরুর ১০ মিনিট আগে সেখানে পৌঁছন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এর পর তিনি ইন্টারভিউয়ারদের বলেন, ভয়ের কারণ নেই, ইন্টারভিউ ও অ্যাপটিটিউড টেস্ট নিয়ে কিছু প্রশ্ন করা হবে। যে যা জানেন সত্য বলবেন। তার পর বেরিয়ে যাবেন।

বেলা ১১.৪৫ থেকে শুরু হয় সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া। অষ্টম তলে একে একে নামের তালিকা অনুসারে ইন্টারভিউয়ারদের পাঠানো হয়। তাদের সঙ্গে রুদ্ধদ্বার কক্ষে কথা বলেন বিচারপতি। এর পর একে একে আদালত ছাড়েন ইন্টারভিউয়াররা।

বিচারপ্রক্রিয়ায় স্বতঃপ্রণোদিতভাবে আদালতের এমন পদক্ষেপ নজিরবিহীন। এদিন হাওড়ার ইন্টারভিউয়াররা আসেননি। তারা অন্য কোনও দিন সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন বলে মনে করা হচ্ছে।

প্রাথমিক নিয়োগ দুর্নীতির তল পেতে তিনি ইন্টারভিউয়ারদের সঙ্গে কথা বলতে চান বলে আগেই জানিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেই মতো তাঁদের আদালতে হাজিরা দিতে নির্দেশ দিয়েছিলেন তিনি।