ফ্য়াসিজম এখানেও রয়েছে…ইতালিয়ান সংবাদপত্রে খোলাখুলি রাহুল, কেন এখনও তিনি সিঙ্গেল?

সপ্তর্ষি দাস

ইতালির দৈনিক সংবাদপত্র Corriere della Seraতে রাহুল গান্ধীর সাক্ষাৎকার। আর সেখানেই তিনি ভারত জোড়ো যাত্রায় তাঁর অভিজ্ঞতার কথা জানিয়েছেন। এর সঙ্গেই তিনি জানিয়েছেন কীভাবে নরেন্দ্র মোদীর সরকারকে এবার পর্যদুস্ত করা হবে। ঠাকুমা ইন্দিরা গান্ধী ও বাবা রাজীব গান্ধীর কিছু টুকরো স্মৃতির কথা উল্লেখ করেন তিনি। এর সঙ্গেই সামনে এসেছে সেই মোক্ষম প্রশ্ন, আপনি এখনও কেন সিঙ্গেল? সেই প্রশ্নেরও উত্তর দিয়েছেন রাহুল গান্ধী।

রাহুল জানিয়েছেন এই যে ভারত জোড়়ো যাত্রা সেটা অনেকটা তপস্যার মতো। তিনি জানিয়েছে সংস্কৃতে একটা শব্দ আছে তপস্যা। পশ্চিমী দুনিয়া ব্যাপারটা ঠিক বুঝবে না। কেউ বলবেন আত্মত্যাগ, ধৈর্য্য। ব্যাপারটা ঠিক তেমন নয়। 

প্রশ্ন করা হয়েছিল এই যে হিন্দু মুসলিম মেরুকরণের কথা বলা হয় এটা কি বাস্তবে রয়েছে? রাহুল জানিয়েছেন, মিডিয়া যতটা বলে ততটা ব্যাপারটা নয়। আসলে দারিদ্র, অশিক্ষা, মূল্যবৃদ্ধি, কোভিড পরবর্তী সংকট গুলোকে আড়াল করার জন্য ওই মেরুকরণের উদ্যোগ নেওয়া হয়।

ফ্যাসিজম নিয়ে প্রশ্ন করা হয়েছিল রাহুলকে। তিনি জানিয়েছেন, ফ্যাসিজম ইতিমধ্যেই এখানে রয়েছে। গণতান্ত্রিক ব্যবস্থা ভেঙে পড়ছে। সংসদও কাজ করছে না। আমি দুবছর ধরে কথা বলতে পারি না। আমি কথা বলা শুরু করলেই ওরা মাইক অফ করে দেন। বিচারব্যবস্থাও আর স্বাধীন নেই। 

তিনি বলেন, অন্য়ান্য দল যদি এক ছাতার তলায় আসে তবে নিশ্চিতভাবে হারবেন মোদী। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে তিনি কোনও মন্তব্য করেননি। তবে তিনি চান শান্তিপূর্ণ সমাধান।

জওহরলাল নেহেরু সম্পর্কে তিনি বলেন, আমি তাঁকে দেখিনি। তবে তিনি আমার গাইড। ঠাকুমা ইন্দিরা গান্ধীর খুব প্রিয় ছিলেন রাহুল। সেকথা নিজেই বলেছেন। বাবার কথা বলতে গিয়ে তিনি একটি গল্প শেয়ার করেন, আমি পালং শাক খেতে পছন্দ করতাম না। বাবা খুব কড়া ছিল। তখন ঠাকুমা এসে বলতেন রাহুল এই নাও কাগজ পড়ো। আর সেই কাগজের আড়াল দিয়েই আমি পালং শাক ঠাকুমার প্লেটে রেখে দিতাম। 

তিনি জানিয়েছেন, ঠাকুমা তাঁর মৃত্যু সম্পর্কে যেন নিশ্চিত ছিলেন। তিনি বলতেন, প্রকাশ্য়ে কাঁদবে না। বাবার মৃত্য়ু নিয়ে তিনি বলেন, জানি না বাবা জানতেন কি না। 

এদিকে নিজের জীবন নিয়ে ভয় পান না রাহুল। জানিয়েছেন নিজেই। আর ৫২ বছর বয়সেও অবিবাহিত, সিঙ্গেল থাকা প্রসঙ্গে তিনি বলেন, বাচ্চা খুব ভালোলাগে। কিন্তু কেন ৫২ বছর বয়সেও অবিবাহিত সেটা বলতে পারব না।