বনধ ফিরল পাহাড়ে, ২৩ জানুয়ারি ১২ ঘণ্টার হরতাল দার্জিলিং ও কালিম্পংয়ে

বিধানসভায় রাজ্যভাগ বিরোধী প্রস্তাব পাশের প্রতিবাদে ফের বনধের রাস্তায় ফিরল পাহাড়। তৃণমূল সরকারের পাশ করা প্রস্তাবের প্রকিবাদে আগামী ২৩ ফেব্রুয়ারি ১২ ঘণ্টার বনধ ডেকেছে গোর্খা জনমুক্তি মোর্চা ও হামরো পার্টি। ওই দিন থেকেই শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। পাহাড়িদের দাবি, অবিলম্বে ওই প্রস্তাব প্রত্যাহার করতে হবে রাজ্য সরকারকে। ওদিকে রাজ্য সরকারের প্রস্তাবে আদিবাসীদের বহিরাগত ও গোর্খাদের অনুপ্রবেশকারী বলে উল্লেখ করায় এদিন বিধানসভায় বিক্ষোভ দেখায় বিজেপি।

আন্দোলনকারীদের তরফে জানানো হয়েছে, ২৩ ফেব্রুয়ারি দার্জিলিং পাহাড়জুড়ে ১২ ঘণ্টার বনধ পালিত হবে। তবে জরুরি পরিষেবা ও মাধ্যমিক পরীক্ষার্থীরা বনধের আওতার বাইরে থাকবেন। এব্যাপারে পর্ষদ সভাপতির সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন আন্দোলনকারীদের নেতা বিনয় তামাং। পর্ষদ সভাপতি বলেন, শুধু ছাত্রছাত্রী নয় শিক্ষক ও অন্যান্য সংশ্লিষ্ঠ ব্যক্তিদের যাতায়াত সুগম করা প্রয়োজন। দার্জিলিং পাহাড় থেকে এবার ৯০০০ ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষায় বসবে।

ওদিকে সরকারের পদক্ষেপের প্রতিবাদে মঙ্গলবার থেকে ভানুভবনে অনশনে বসেছেন GTA-র সদস্যরা। বিনয় তামাং জানিয়েছেন, বনধে কোথাও পিকেটিং হবে না।

ওদিকে এদিন বিধানসভায় আদিবাসীদের বহিরাগত ও গোর্খাদের অনুপ্রবেশকারী বলে মন্তব্য করেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তাঁর এই মন্তব্য প্রত্যাহারের দাবিতে বিধানসভা কক্ষের বাইরে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ বলেন, মন্ত্রী কোন বই থেকে এই ইতিহাস পড়েছেন তা বলতে পারেননি। এই মন্তব্য আদিবাসী ও গোর্খাদের জন্য অবমাননাকর। আমরা অবিলম্বে এই মন্তব্য প্রত্যাহারের দাবি জানাচ্ছি। নইলে বৃহত্তর আন্দোলনে নামব।