Amartya Sen Land Dispute: লিজের জমি মালিকানা কেন? বিশ্বভারতীর আপত্তিতে আটকে গেল অমর্ত্যের নামে জমি মিউটেশন

বিশ্বভারতীর সঙ্গে জমি নিয়ে বিতর্কের মধ্যেই তা নিজের নামে মিউটেশনের জন্য বিএলআরও দফতরে আইনজীবীকে পাঠালেন অমর্ত্য সেন। শুনানিতে বিশ্বভারতীর আইনজীবী দাবি করেছেন, ১.৩৮ নয় ১.২৫ একর জমি লিজ দেওয়া হয়েছিল অর্থনীতিবিদের বাবাকে। সোমবার বোলপুর বিএলআরও অফিসে এই তথ্যই তুলে ধরেছেন তিনি। এ দিন জমি নিয়ে শুনানি শুরু হলেও তা শেষ হয়নি। অমর্ত্য সেন আইনজীবীর দাবি, বিশ্বভারতীর পক্ষ থেকে তাঁদের দাবি প্রমাণ করা জন্য আরও সময় চেয়েছেন।

বিএলআরও অফিসে বিশ্বভাতীর আইনজীবী সুচরিতা বিশ্বাস অবশ্য দাবি করেছেন. ‘অমর্ত্য সেনের বাবা ১.২৫ একর জমি লিজ হিসাবে পেয়েছিলেন। তাই তিনি এ জমির মলিকানা দাবি করতে পারেন না। এ নিয়ে আমাদের দিক থেকে আমরা আপত্তি জানিয়েছি। পরে শুনানির দিন দেওয়া হবে বলে জানানো হয়েছে।’ বিএলআরও দফতরে এই শুনানিতে হাজির ছিলেন অমর্ত্য সেনের আইনজীবী গোরাচাঁদ চক্রবর্তী।

সূত্রের খবর, বিশ্বভারতীর নথি অনুযায়ী ১৯৪৩ সালের চুক্তিপত্র অনুযায়ী অমর্ত্য সেনের বাবা আশুতোষ সেনকে ১.২৫ এক জমির দিয়েছিল ১.৩৮ একর নয়। এরই ভিত্তিতে নোবেলজয়ীর বিরুদ্ধে ১৩ ডেসিমেল জমি দখলের অভিযোগ তোলে বিশ্বভারতী।

এই জমি বিতর্কের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্মত্য সেনের বাড়িতে গিয়ে বেশ কিছু সরকারি নথি তুলে দেন। সূত্রে খবর, সেই নথি অনুযায়ী ১.২৫ একর নয়, আদতে ১.৩৮ একরই অমর্ত্যের পিতাকে লিজ দেওয়া জমি হিসাবে সরকারি খাতায় নথিভুক্ত রয়েছে।