Lionel Messi | Rafael Nadal: অনন্য সম্মানে মনোনীত দুই কিংবদন্তিই, তাঁদেরই একজন বললেন, ‘তুমিই যোগ্য’!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাফায়েল নাদাল (Rafael Nadal) ও লিওনেল মেসি (Lionel Messi) দু’জনেই কিংবদন্তি। একজন টেনিসের, অন্যজন ফুটবলের। সার্বিক খেলার বিচারেই সর্বকালের সেরাদের মধ্যে থাকবেন তাঁরা। চলতি বছর লরিয়াস বর্ষসেরা ক্রীড়াব্যক্তিত্বের (Laureus Sportsman of the Year award for 2023) জন্য মনোনীত হয়েছেন ২২ বারের গ্র্যান্ড স্ল্যামের মালিক ও ভুবন জয়ী লিও। গতবছর ময়দানে অনন্য অবদান রাখার জন্য এই তালিকায় মনোনীত আরও চার-ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপে (Kylian Mbappe), ডাচ ফর্মুলা ওয়ান ড্রাইভার ম্যাক্স ভারস্ট্যাপেন (Max Verstappen), সুইডিশ পোল ভল্টার আর্মান্দ ডুপ্ল্যান্টিস (Armand Duplantis) ও মার্কিনি বাসকেটবল প্লেয়ার স্টিফেন কারি (Stephen Curry)। কার হাতে উঠবে এই পুরস্কার, তা সময়ই বলবে। তবে স্প্যানিশ সুপারস্টার নাদাল বুঝিয়ে দিলেন যে, কেন তিনি অন্য গ্রহের। স্পোর্টসম্যান স্পিরিট কোন জায়গায় থাকলে, একজন নিজের মনোনয়নের কথা পুরোপুরি ভুলে গিয়ে অন্যজনকে জিতিয়ে দেন। নাদাল ইনস্টাগ্রামে ছবি দিয়ে লেখেন, ‘আবারও বর্ষসেরা ক্রীড়াব্যক্তিত্ব হিসেবে মনোনীত হওয়া সম্মানের। তবে আমি বলব, কাম অন লিও মেসি, তুমি এই পুরস্কারের যোগ্য।’

আরও পড়ুনSunando Dhar | AIFF: এআইএফএফ থেকে দায়িত্ব ছাড়লেন সুনন্দ! নেপথ্যে কী কারণ?

এই নিয়ে লরিয়াস পুরস্কারে নবমবারের জন্য মনোনীত হলেন নাদাল, মেসি মনোনীত অষ্টমবারের জন্য। নাদাল টেনিস খেলোয়াড় না হলে ফুটবলারই হতেন। ফুটবল বলতে পাগল তিনি। রিয়াল মাদ্রিদের ডাই-হার্ড ফ্যান নাদাল। কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচেই সৌদি আরবের কাছে ২-১ গোলে হারতে হয়েছিল আর্জেন্টিনাকে। অঘটনের ম্যাচের পর নাদাল বলেছিলেন, ‘আমার এখনও মনে হয় আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের দাবিদার।’ কাতারে মেসির হাতে বিশ্বকাপ দেখে আবেগ ধরে রাখতে পারেননি নাদাল। তিনি বলেছিলেন, ‘মেসির হাতে বিশ্বকাপ দেখে আমি খুশি হয়েছি। মেসির মতো গ্রেটের জীবনে এই কাপটিরই অভাব ছিল। আর্জেন্টিনার কাছে বিশ্বকাপের মানেই আলাদা। আমি উপভোগ করেছি। মেসি যখন তৃতীয় গোলটি করে, আমার চোখে জল চলে এসেছিল। আর্জেন্টিনা না গিয়েও উপভোগ করেছি আমি। কারণ ওর আবেগ আমাকে ছুঁয়ে গিয়েছিল। অনেক কষ্ট করেই এই জয় পেয়েছে মেসি।’ নাদাল হয়তো কোথাও আবারও বুঝিয়ে দিলেন যে, তিনি অজান্তেই হয়ে গিয়েছেন মেসির ভক্ত।

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)