Deepak Chahar Set To Return To Action In Upcoming IPL 2023

নয়াদিল্লি: পরপর দুই চোটের কারণে প্রায় ছয় মাস মাঠের বাইরেই কাটাতে হয়েছে ভারতের তারকা অলরাউন্ডার দীপক চাহারকে (Deepak Chahar)। তবে অবশেষে চোট সারিয়ে মাঠে ফিরতে চলেছেন চাহার। ৩১ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল (IPL 2023)। আসন্ন আইপিএলেই ফিরতে চলেছেন চাহার।

পরপর চোট

২০২২ সালে চাহার ভারতের হয়ে ১৫টি ম্যাচে মাঠে নেমেছিলেন। তারপরে প্রথমে স্ট্রেস ফ্র্যাকচার ও পরে গ্রেড ৩ টিয়ারের জন্য সিংহভাগ ম্যাচই খেলতে পারেননি তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও ছিটকে গিয়েছিলেন চাহার। ডিসেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচের সময়ই চোট পান চাহার। তিন ওভার বল করার পরেই তাঁকে মাঠ ছাড়তে হয়। তবে ৩০ বছর বয়সি চাহার অবশেষে চোট সারিয়ে ফিরছেন। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবের পর মাঠে ফিরতে তৈরি তিনি।

চাহার নিজেই জানান তিনি আসন্ন আইপিএলেই প্রত্যাবর্তন ঘটাতে চলেছেন। চাহার বলেন, ‘আমি বিগত দুই-তিন মাস ধরে আমার ফিটনেস নিয়ে ভীষণ খাটা খাটনি করেছি। আমি এখন পুরোপুরি ফিট এবং আইপিএলের জন্য ভালভাবে প্রস্তুতিও শুরু করে দিয়েছি। আমার স্ট্রেস ফ্র্যাকচার ও কোয়াড গ্রেড ৩ টিয়ারের মতো দুইটি বড় চোট লেগেছিল। বিশেষ করে ফাস্ট বোলারদের এমন দুই চোট থেকে ফিরতে একটু সময় তো লাগেই। ব্যাটার হলে আমি আরও অনেক আগেই খেলা শুরু করে দিতে পারতাম। তবে স্ট্রেস ফ্র্যাকচারের পর মাঠে ফেরা কঠিন। অন্যান্য বোলারদেরও কিন্তু এমন ধরনের চোটের পর মাঠে ফিরতে বেশ বেগই পেতে হয়েছে।’

আশাবাদী চাহার

প্রসঙ্গত, চাহার গত মাসে সার্ভিসেসের বিরুদ্ধে রঞ্জি ম্যাচ দিয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটিয়েছিলেন। গত মরসুমে এটাই চাহারের একমাত্র রঞ্জি ম্যাচ ছিল। সামনেই বিশ্বকাপ। চাহার আশাবাদী ভাল পারফর্ম করলে তিনি দলে সুযোগ পাবেনই। ‘আমি নিজের জীবনে বরাবর একটাই নিয়ম মেনে চলেছি। আমি যদি নিজের দক্ষতা অনুযায়ী ব্যাট ও বল করতে পারি, তাহলে আমাকে রোখার সাধ্য কারুর নেই। কে খেলছে, কে খেলছে না, সেইসব দেখে আমার লাভ নেই। আমার লক্ষ্য হল পুরোপুরি ফিট হয়ে নিজের ব্যাট ও বল হাতে ১০০ শতাংশ দেওয়া। যদি আমি এমনটা করতে পারি, তাহলে আমি নিঃসন্দেহে সুযোগ পাব।’ দাবি চাহারের।

আরও পড়ুন: সেমিফাইনালে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, হরমনপ্রীতদের জয়ের পথ বাতলে দিলেন ঝুলন