Paschim Bardhaman kidnapping case: মাধ্যমিকের আগে নিখোঁজ ছাত্রী, অপহরণের অভিযোগ কোচিং শিক্ষকের বিরুদ্ধে

মাধ্যমিক পরীক্ষার আগে ছাত্রীকে অপহরণ করার অভিযোগ উঠল। এমন অভিযোগ উঠেছে কোচিং শিক্ষকের বিরুদ্ধে। এক মাস পেরিয়ে যাওয়ার পরে ওই ছাত্রীকে উদ্ধার করতে পারেনি পুলিশ। তাই শেষমেশ স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশ কমিশনারের কাছে অভিযোগ জানালেন ছাত্রীর বাবা। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের অন্ডাল থানা এলাকায়। অন্ডাল থানার পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলেছে ওই ছাত্রীর পরিবার। শুধু ছাত্রীকে উদ্ধার নয়, অভিযুক্ত শিক্ষককেও পুলিশ গ্রেফতার করেনি বলে অভিযোগ জানানো হয়েছে।

ছাত্রীর পরিবারের অভিযোগ, গত ১১ জানুয়ারি টিউশন পড়তে গিয়েছিল ওই ছাত্রী। তখনই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় সে। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় তার খোঁজ শুরু করে। শেষে পরিবারের লোকেরা জানতে পারেন যে কোচিং সেন্টারে ওই ছাত্রী পড়তে যেত সেই কোচিং সেন্টারের শিক্ষকই তাদের মেয়েকে অপহরণ করেছে। এই ঘটনায় অপহরণের অভিযোগ তুলে অন্ডাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই ছাত্রীর পরিবার। উল্লেখ্য, এবছরই তার মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা ছিল। কিন্তু, এক মাসেরও বেশি সময় পেরিয়ে যাওয়ার পরেও পুলিশ ওই ছাত্রীকে উদ্ধার করতে পারেনি। ছাত্রী উদ্ধার না হওয়ায় স্বাভাবিকভাবেই এ বছর তার মাধ্যমিক পরীক্ষা দেওয়া অনিশ্চয়তার মধ্যে রয়েছে।

আজ বুধবার অন্ডাল থানার পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশ কমিশনারের দ্বারস্থ হয়েছেন নিখোঁজ নাবালিকার মা বাবা। নিখোঁজ নাবালিকার পরিবারের আইনজীবী অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, পুলিশ সঠিক কাজ না করায় স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশ কমিশনারের কাছে অভিযোগ জানানো হয়েছে। তিনি বলেন, ‘রাজ্যে প্রায়ই এই ধরনের অপরাধ ঘটে থাকে। সেক্ষেত্রে নারী পাচারের ঘটনা ঘটে থাকে। যদিও ওই ছাত্রী বেঁচে আছে কিনা সে বিষয়টি নিয়ে এখনও নিশ্চিত হতে পারছেন না পরিবারের সদস্যরা। তারা চাইছেন তাদের মেয়ে জীবিত অবস্থায় ফিরে আসুক। তারা পুলিশের তদন্তে সন্তুষ্ট নন। তাই স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশের কমিশনারের কাছে অভিযোগ জানিয়েছেন। যদিও ওই ছাত্রীর সঙ্গে শিক্ষকের প্রেমের সম্পর্ক রয়েছে কিনা সে বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ। নিখোঁজ ছাত্রীকে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup