IPL Spot-Fixing Scandal | IPL Spot-Fixing Scandal: আগেই শাস্তি মুকুপ হয়েছিল শ্রীসন্তের, এবার নির্বাসন কমল তাঁর প্রাক্তন সতীর্থেরও

নয়াদিল্লি: ২০১৩ সালের আইপিএলে (IPL 2013) স্পট ফিক্সিং কাণ্ডে (IPL Spot-Fixing Scandal) এস শ্রীসন্তের, অঙ্কিত চাহ্বানের পাশাপাশি অজিত চান্ডেলার (Ajit Chandila) নামও উঠে এসেছিল। ফিক্সিংয়ে অংশগ্রহণের জন্য তিনজনকেই নির্বাসিত করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে শ্রীসন্ত নির্বাসনের পর ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটিয়েছেন। রঞ্জি ম্যাচও খেলেছেন তিনি। এবার অজিত চান্ডেলারও নির্বাসনের মেয়াদ কমাল ভারতীয় বোর্ড (BCCI)। 

কমল নির্বাসনের মেয়াদ

রাজস্থান রয়্যালসের হয়ে খেলা অজিত চান্ডেলাকে আজীবনের জন্য নির্বাসিত করেছিল বিসিসিআই। তবে তাঁর ওপর থেকে নিষেধাজ্ঞার মেয়াদ কমিয়ে সাত বছর করা হল। ২০১৬ সালের ১৮ জানুয়ারি তাঁর ওপর আরোপ করা নির্বাসনের পর ইতিমধ্যেই সেই সাত বছর পর হয়ে গিয়েছে। ফলে চান্ডেলার ওপর আর কোনও নিষেধাজ্ঞা নেই। এর আগে শ্রীসন্ত ও অঙ্কিতেরও শাস্তিও কমিয়ে সাত বছর করা হয়েছিল। অজিতের অনুরোধ মেনে নিয়ে তাঁর নির্বাসনের মেয়াদও সাত বছর করা হল।

প্রসঙ্গত, অজিত চান্ডেলাই প্রথম রাজস্থান রয়্যালস বোলার যিনি আইপিএলে হ্যাটট্রিক নিয়েছে। ২০১২ সালে পুণে ওয়ারিয়ার্সের বিরুদ্ধে এই হ্যাটট্রিকটি করেছিলেন অজিত। তিনি রাজস্থান ফ্রাঞ্চাইজির হয়ে দুই মরসুম খেলে ১২ ম্যাচে ১১টি উইকেট নিয়েছিলেন। ২০১২ সালে ১৩ রানের বিনিময়ে চার উইকেট নেওয়াই তাঁর আইপিএলে সর্বসেরা পারফরম্যান্স। 

আগেই আয়োজিত ওমেন্স প্রিমিয়ার লিগের (Women’s Premier League) নিলাম। টুর্নামেন্ট শুরুর দিনক্ষণও জানিয়ে দেওয়া হয়েছিল বোর্ডের তরফে। এবার বোর্ড সচিব জয় শাহ (Jay Shah) ওমেন্স প্রিমিয়ার লিগের টাইটেল স্পনসরের নামও ঘোষণা করলেন। বছর কয়েক আগেই আইপিএলের টাইটেল স্পনসরশিপ জিতে নিয়েছিল টাটা গোষ্ঠী (Tata Group), এবার ওমেন্স প্রিমিয়ার লিগের টাইটেল স্পনসরও হলেন তাঁরাই।

বিসিসিআই সচিব জয় শাহ মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে লেখেন, ‘খুবই আনন্দের সঙ্গে জানাচ্ছি যেও টাটা গ্রুপ প্রথম ওমেন্স প্রিমিয়ার লিগের টাইটেল স্পনসরশিপ জিতে নিয়েছে। আমরা আশাবাদী ওঁদের সমর্থনে আমরা মহিলাদের ক্রিকেটকে পরবর্তী স্তরে নিয়ে যেতে সক্ষম হবে।’ যদিও জয় শাহের ট্যুইট অনুযায়ী টাটা গোষ্ঠী শুধু প্রথম ডব্লিউপিএলের টাইটেল স্পনসরশিপই জিতেছে, তবে গোটা বিষয়টির সঙ্গে অবগত এক সূত্রের তরফে জানানো হয়েছে যে আগামী পাঁচ বছর টাটাই ডব্লিউপিএলের টাইটেল স্পনসর থাকবে। 

আরও পড়ুন: স্পিন সামলাতে নাজেহাল অস্ট্রেলিয়ান দল, সাহায্যের হাত বাড়ালেন অজি প্রাক্তনী