New UPI Service in India: ভারতে নয়া ইউপিআই পরিষেবা চালু করল আরবিআই, নির্ঝঞ্ঝাট লেনদেনের সুবিধা পাবেন কারা?

এবার ভারতে শুরু হল ইউপিআই-এর নয়া পরিষেবা। জি২০-র সভাপতিত্ব উপলক্ষে এবার ভারতে আসা বিদেশিদের জন্য চালু করা হচ্ছে এই পরিষেবা। আরবিআই জানিয়ে দিয়েছে, বিদেশি ভ্রমণকারীরাও এখন থেকে ব্যবহার করতে পারবেন ইউপিআই। কিছুদিন আগেই মনিটারি পলিসির বৈঠকের শেষে এই পরিষেবা সংক্রান্ত ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস। সেই পরিকল্পনাই এবার কার্যকর করল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। এর ফলে আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, জার্মানি, মেক্সিকো-সহ মোট ১৯ টি দেশ এবং ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য দেশগুলি থেকে আসা পর্যটকরা এবার ভারতে এসে ইউপিআই-এর মাধ্যমে খুচরো লেনদেন করতে পারবেন। তবে আপাতত শুধুমাত্র দিল্লি, মুম্বই এবং বেঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দরেই ইউপিআই পরিষেবা ব্যবহারের সুবিধা পাবেন এই বিদেশি পর্যটকরা। (আরও পড়ুন: ‘সরকারি কর্মীরা ভালো থাকলে…’, ডিএ আন্দোলনের মাঝেই বড় বার্তা মমতার)

কিন্তু কীভাবে এই ইউপিআই ব্যবহার করা যাবে? জানা গিয়েছে, ভ্রমণকারীদের একটি প্রিপেড পেমেন্ট ইনস্ট্রুমেন্ট বা পিপিআই ওয়ালেট ইস্যু করা হবে। সেই পিপিআই লিঙ্ক করা থাকবে ইউপিআই-এর সঙ্গে। এই ওয়ালেট ইস্যু করবে আইসিআইসিআই ব্যাঙ্ক এবং আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক। তাছাড়াও পাইনল্যাবস প্রাইভেট লিমিটেড এবং ট্রান্সকর্প ইন্টারন্যাশনাল নামক দুটি সংস্থাও এই ওয়ালেট ইস্যু করতে পারবে।

আরও পড়ুন: মার্চের প্রথম সপ্তাহেই ক্যাবিনেট বৈঠকের পর আসবে সুখবর, বাড়বে ডিএ, মিলবে বকেয়া

এদিকে শুধু ভারতেই নয়। এখন দেশের বাইরেও কিউআর কোড স্ক্যান করে টাকা লেনদেন করা যাবে ইউপিআই-এর মাধ্যমে। জানানো হয়েছে, এবার থেকে ভারতীয় নম্বর ছাড়াই ইউপিআই লেনদেন করতে পারবেন সিঙ্গাপুরে ভ্রমণকারী অথবা অনাবাসী ভারতীয়রা। ২১ ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস বা ইউপিআই সংযুক্ত হয়েছে সিঙ্গাপুরের ‘পে-নাও’র সঙ্গে। এই দুই ব্যবস্থা হাত মেলানোর ফলে ইউপিআই এবার আন্তর্জাতিক স্তরে পৌঁছে গেল। প্রসঙ্গত, সিঙ্গাপুর থেকে ভারতের সমস্ত রেমিটেন্সের (বিদেশ থেকে আগত আয়) প্রায় ৫.৭% বা ১০০ বিলিয়ন ডলার আসে। ইউপিআই-এর ফলে সেই মাত্রা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।

এদিকে আপাতত সিঙ্গাপুরের সঙ্গে এই ব্যবস্থা চালু করা হলেও আগামীতে আরও ৯টি দেশ থেকে ইউপিআই-তে ভারতে টাকা পাঠানোর ব্যবস্থা চালু করা হবে বলে জানা গিয়েছে। কয়েকদিন আগেই এনপিসিআইয়ের তরফে একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, শীঘ্রই ইউপিআইয়ের মাধ্যমে নিজেদের নন-রেসিডেন্ট এক্সাটার্নাল এবং ইন্টারন্যাশনাল নম্বরের মধ্যে টাকা ট্রান্সফার করতে পারবেন অস্ট্রেলিয়া, কানাডা, হংকং, ওমান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি, ব্রিটেন এবং কাতারে বসবাসরত অনাবাসী ভারতীয়রা।